রাজধানীর মিরপুর থেকে বিস্ফোরক দ্রব্য ও দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চার কর্মীকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর-২ এর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাশে ডিসি রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গতকাল শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দেওয়া বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. শুক্কর (১৯), মো. জিহাদ (১৯), রাহিম (১৯) ও সুমন (১৮)। মিরপুর থানা সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী ছাত্রদলের একটি মিছিলে নাশকতা ও দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল কর্মী অর্থের বিনিময়ে বস্তি এলাকা থেকে লোক জড়ো করে মিরপুর-২ এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার একটি দল অভিযান চালায়।