ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫

খুলনায় কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক ফাইন কালেকশন শুরু

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৪:১৮ এএম

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে খুলনা ডিস্ট্রিক্ট পুলিশের ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সম্প্রতি খুলনা ক্লাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষে ডিআইজি মো. রেজাউল হক এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত চুক্তিটিতে স্বাক্ষর করেন।