ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

প্রি-অর্ডার করা গ্রাহকদের হাতে উপহারসহ হেডফোন হস্তান্তর করল সনি-স্মার্ট

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ০১:২০ এএম

দেশের বাজারে উন্মোচিত হলো সনির ওয়্যারলেস ইন্ডাস্ট্রি লিডিং নয়েজ ক্যান্সেলেশন এআই টেকনোলজির হেডফোন ১০০০ এক্সএমসিক্স। আনুষ্ঠানিকভাবে পণ্যটি বাজারে এনেছে বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট)। মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগের পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে আনুষ্ঠানিকভাবে এই হেডফোন উন্মোচন করা হয়। এ সময় প্রি-অর্ডার করা গ্রাহকদের হাতে উপহারসহ হেডফোন হস্তান্তর করে সনি-স্মার্ট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পরিচালক তানভীর হোসেন।