ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

পল্লী সঞ্চয় ব্যাংকে শৃঙ্খলাজনিত তদন্ত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ০১:২৩ এএম

পল্লী সঞ্চয় ব্যাংকে গতকাল বৃহস্পতিবার তিন দিনব্যাপী শৃঙ্খলাজনিত বিভাগীয় মামলার তদন্তবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা বোর্ডের সম্মানিত পরিচালক নুরে আলম তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু।