সিটিজেনস ব্যাংক সম্প্রতি প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ একাডেমিতে ‘ক্যাপাসিটি বিল্ডিং ফর মার্কেটিং এবং বিজনেস ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন এবং ব্যাংকিং কার্যক্রম ও ব্যাবসায়িক উন্নয়নের বিভিন্ন বিষয়ে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় মো. আবদুল লতিফ, উপব্যবস্থাপনা পরিচালক; মো. ওয়াহিদ ইমাম, কোম্পানি সচিব; মো. সাইফুল ইসলাম, চিফ ফিন্যান্সিয়াল অফিসার উপস্থিত ছিলেন। ব্যাংকের সব বিভাগীয় প্রধান ও শাখা ব্যবস্থাপকেরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।