বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে প্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টিজের সদ্য প্রয়াত সদস্য আবদুল্লাহ হিল রাকিব স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে ১০০টি নির্বাচিত আলোকচিত্র ও একটি তথ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরা হয়। অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পুরো অনুষ্ঠান পরিচালনা করে বিইউএফটির জনসংযোগ বিভাগ।