শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কর্তৃক আয়োজিত ‘হজ ও ওমরাহ ফেয়ার-২০২৫’-এ স্পনসর বাবদ ২০ লাখ টাকা প্রদান করেছে। গত বৃহস্পতিবার ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের কাছে স্পনসরের ওই চেক প্রদান করেন। চেক প্রদানকালে অন্যদের মধ্যে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :