বগুড়ার শিবগঞ্জে একটি পাটক্ষেত থেকে অজ্ঞাত কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মোকামতলা ইউনিয়নের পাকুরতলা এলাকার মহাসড়কসংলগ্ন একটি পাটক্ষেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুজ্জামান জানান, ‘পাটক্ষেতের মালিক পাট কাটতে গিয়ে পচা গন্ধ পান। পরে তিনি কঙ্কালটি দেখতে পান। কঙ্কালটির পাশে বোরখা ও ওড়না পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কাল উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন