দেশের জনপ্রিয় ফাস্ট ফুড রিটেইল ব্র্যান্ড ‘টেস্টি ট্রিট’ সারা দেশে ৫০০ আউটলেট চালুর নতুন মাইলফলক স্পর্শ করেছে। গাজীপুরের কেনাবাড়িতে শোরুম উদ্বোধনের মাধ্যমে এ সাফল্য অর্জন করেছে টেস্টি ট্রিট। ক্রেতাদের ব্যাপক সাড়া পাওয়ায় আগামী দুই বছরে সারা দেশে আরও ৩০০ আউটলেট চালুর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। গত সোমবার রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে মাইলফলক উদযাপন উপলক্ষে কেক কাটেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী। এ সময় প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা ও টেস্টি ট্রিটের প্রধান পরিচালন কর্মকর্তা ইব্রাহিম খলিলসহ টেস্টি ট্রিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন