চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে সিরামিক খাতের রপ্তানি ঘুরে দাঁড়িয়েছে। এ সময়ে রপ্তানি হয়েছে ৩ দশমিক ১৫ মিলিয়ন ডলারের সিরামিক পণ্য। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২ দশমিক ৭৭ মিলিয়ন ডলার। অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৭২ শতাংশ। সম্প্রতি রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবির সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের জুনে রপ্তানি হয়েছে ২ দশমিক ৫৫ মিলিয়ন ডলারের পণ্য। যা আগের বছরের একই সময়ে ছিল ২ দশমিক ৯২ মিলিয়ন ডলার। খাত সংশ্লিষ্টদের মতে, গ্যাস সংকট কিছুটা কমে আসায় উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয়েছে। তবে, তাদের মতে সংকট এখনো কাটেনি। এদিকে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ থেকে ৩৩ দশমিক ৫৫ মিলিয়ন ডলারের সিরামিক পণ্য রপ্তানি হয়েছে। আগের অর্থবছরে হয়েছিল ৩৩ দশমিক শূন্য ৯ মিলিয়ন ডলার। যা বেড়েছে ১ দশমিক ৩৯ শতাংশ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন