আর্থিক সচেতনতা বৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় গ্রাহক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে ব্যাংক এশিয়া পিএলসি। সম্প্রতি উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক এজেন্ট ও গ্রাহক অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন। ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লার সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় ব্যাংকের ইভিপি মো. সিরাজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।