গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে অংশীদারিত্বে ব্যাঙ্কাস্যুরেন্স চ্যানেলের মাধ্যমে ৫ হাজার বিমা পলিসি বিক্রি করেছে সিটি ব্যাংক। অল্প সময়ে এই মাইলফলক স্পর্শ করে ব্যাংকটি এখন দেশের শীর্ষ ব্যাঙ্কাস্যুরেন্স পার্টনার হিসেবে অবস্থান করছে। গার্ডিয়ানের বিভিন্ন উদ্ভাবনী বিমা প্রোডাক্ট যেমনÑ গার্ডিয়ান চাইল্ড প্রটেকশন প্ল্যান, গার্ডিয়ান ফোর স্টেজ প্ল্যান, গার্ডিয়ান সঞ্চয়, গার্ডিয়ান পেনশন প্ল্যান ও গার্ডিয়ান প্রবৃদ্ধি গ্রাহকদের কাছে জনপ্রিয়তা পাচ্ছে। বাংলাদেশে প্রথম ব্যাঙ্কাস্যুরেন্স পলিসি ইস্যু করার মধ্য দিয়ে সিটি ব্যাংক খাতে অগ্রণী ভূমিকা পালন করেছে। অল্প সময়ে পলিসি বিক্রিতে সাফল্য অর্জন প্রতিষ্ঠানটির বিস্তৃত ও সমন্বিত আর্থিক সেবা দেওয়ার সক্ষমতাকেও প্রমাণ করে।
গার্ডিয়ান লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রাকিবুল করিম (এফসিএ) বলেন, প্রথম দিন থেকেই সিটি ব্যাংক আমাদের নতুন কিছু করার প্রতিশ্রুতি দিয়েছিল, আর এই মাইলফলক তাদের সেই প্রতিশ্রুতিরই বাস্তব রূপ। আমি বিশ্বাস করি, সিটি ব্যাংকের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকসেবা আরও বিস্তৃত করতে পারব। ২০২৪ সালের মার্চে ব্যাঙ্কাস্যুরেন্স কার্যক্রম শুরু করার পর বছরের শেষ নাগাদ দেশের মোট ব্যাঙ্কাস্যুরেন্স বিক্রির ৭৯ শতাংশ বাজার দখল করে গার্ডিয়ান। বর্তমানে সিটি ব্যাংকের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ব্যাঙ্কাস্যুরেন্সের পাশাপাশি ইন্স্যুরটেক ও মাইক্রো ইন্স্যুরেন্স খাতেও নেতৃত্ব ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিনির্ভর ও অন্তর্ভুক্তিমূলক বিমাসেবার মাধ্যমে দেশের কোটি গ্রাহকের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে গার্ডিয়ান।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন