ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

প্রাইম ব্যাংক ও জেসিএক্স ডেভেলপমেন্টের চুক্তি স্বাক্ষর

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৭:৩১ এএম
প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক পিএলসি দেশের শীর্ষস্থানীয় করপোরেট রিয়েলস্টেট প্রতিষ্ঠান জেসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে। এই সহযোগিতার মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকেরা প্রিমিয়াম আবাসন সল্যুশন উপভোগ করতে পারবেন। সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম নাজিম এ চৌধুরী এবং জেসিএক্স ডেভেলপমেন্টের ডিরেক্টর, এফসিসিএ এম মুহিত হাসান।