ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

শাহ্জালাল ইসলামী ব্যাংকের সিএসআর তহবিল থেকে ৫ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১১:৩৫ পিএম

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে সমাজের সুবিধাবঞ্চিত গরিব ও অসহায় মানুষের আশ্রয় প্রদানের লক্ষ্যে নাটোরের লালপুুরে নির্মাণাধীন গ্রিন ভ্যালী ওল্ড এজ হোম অ্যান্ড অরফানেজকে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ৫ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল শাহ্জালাল ইসলামী ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ গ্রিন ভ্যালী ওল্ড এজ হোম অ্যান্ড অরফানেজের সভাপতি মো. আলমগীর কবীরের কাছে উক্ত অনুদানের চেক প্রদান করেন।