প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে গতকাল অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান সভায় সভাপতিত্ব করেন। সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে ২০২৪ সালের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
সভায় কোম্পানির সাবেক চেয়ারম্যান (আমন্ত্রণক্রমে) আবদুল আউয়াল মিন্টু, পরিচালক সৈয়দ এম আলতাফ হোসাইন, মো. শফিউর রহমান, তাফসির এম আউয়াল, মো. আব্দুল হামিদ, তাজোয়ার এম আউয়াল, সোহেল আহমদ চৌধুরী, ড. সৈয়দ কামরুল হোসেন, আনোয়ার ফারুক, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম, প্রধান অর্থ কর্মকর্তা চন্দ্র শেখর দাস, এফসিএ এবং বহির্নিরীক্ষক অনিল সালাম ইদ্রীস অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, একচুয়ারি ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন উপস্থিত ছিলেন। শেয়ারহোল্ডারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভা পরিচালনা করেন কোম্পানি সচিব জগদীশ কুমার ভঞ্জ।