ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক হলেন মো. ফরহাদুল ইসলাম

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ১২:০০ এএম

পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হয়েছেন মো. ফরহাদুল ইসলাম ভূঞা। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে গত মঙ্গলবার তাকে তিন বছরের জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদের এই পদে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪-এর ধারা ১১(১) (ঙ) অনুযায়ী মো. ফরহাদুল ইসলাম ভূঞাকে পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা বোর্ডে পরিচালক হিসেবে বোর্ডে তার যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো।