ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

যৌথ বিনিয়োগে জমি কিনবে এমজেএল বাংলাদেশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০৩:২২ এএম

জ্বালানী খাতে তালিকাভুক্ত এমজেএল বাংলাদেশ পিএলসি ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য কোম্পানিটি ইসি হোল্ডিংস লিমিটেডের (ইসিএইচএল) সঙ্গে যৌথ বিনিয়োগ করবে। ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। কোম্পানিটির এক মূল্য সংবেদনশীল তথ্যের মাধ্যমে বিষয়টি জানা গেছে।

তথ্যানুসারে গুলশান অ্যাভিনিউয়ে একটি বাণিজ্যিক জমি কিনতে প্রতিষ্ঠান দুটি ২১৪ কোটি ২০ লাখ টাকা বিনিয়োগ করবে। এর মধ্যে ৫০ শতাংশ বিনিয়োগ করবে এমজেএল বাংলাদেশ ও বাকি ৫০ শতাংশ ইসি হোল্ডিংস। ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণ করতে এই উদ্যোগ নিয়েছে এমজেএল বাংলাদেশ।

আর্থিক প্রতিবেদন অনুসারে সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) এমজেএল বাংলাদেশের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৫৫ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৪ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০ টাকা ৮৫ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এমজেএল বাংলাদেশের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮ টাকা ৭১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ৭৩ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৮ টাকা ৩ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের বিনিয়োগকারীদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে এমজেএল বাংলাদেশের ইপিএস হয়েছে ৮ টাকা ৭৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৩৬ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৪ টাকা ২৭ পয়সায়।

এমজেএল বাংলাদেশ মূলত ইস্টকোস্ট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইসি সিকিউরিটিজ এবং রাষ্ট্রায়ত্ত যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগ। এমজেএল বাংলাদেশ শিল্প ও যানবাহনে ব্যবহৃত লুব্রিক্যান্টস অয়েল ও গ্রিজ সরবরাহ করে থাকে। তা ছাড়া অয়েল ট্যাংকার ও অঙ্গ প্রতিষ্ঠানের মাধ্যমে এলপিজি ও সিলিন্ডারের ব্যবসাও রয়েছে এমজেএল বাংলাদেশের।