চট্টগ্রামের আনোয়ারায় পানিতে ডুবে মো. ইয়াসিন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের তৈকোঠা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইয়াসিন ওই গ্রামের মো. জসিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি বিকেলে বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করে। পরে স্থানীয়রা তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।