নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে গতকাল পাকিস্তানের বিপক্ষে বোলিংয়ে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। টস হেরে ফিল্ডিং করতে নেমে প্রথম ওভারেই ২ উইকেট নিয়েছেন তরুণ পেসার মারুফা আক্তার। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও বলেন, টস জিতলে ব্যাটিংই নিতেন তিনি। তবে বোলিং পাওয়াও মন্দ হয়নি বাংলাদেশের জন্য। প্রথম ওভারের পঞ্চম বলে চমৎকার ইন সুইং এক ডেলিভারিতে পাকিস্তানি ওপেনার উমাইমা সোহেলকে বোল্ড করেন মারুফা। ঠিক পরের বলে একই ধরনের ডেলিভারিতে ব্যাটের ভেতরের কানায় লেগে বোল্ড হন ৩ নম্বরে নামা সিদরা আমিন। দুজনই ১ বল খেলে শূন্য রানে আউট হন। পরের ওভারে মারুফার হ্যাটট্রিক বল দেখেশুনে খেলে দেন মুনিবা আলি। এই ম্যাচে মারুফাই বাংলাদেশের একমাত্র পেসার। পেস বোলিং অলরাউন্ডার রিতু মনিকে নেওয়া হয়নি দলে। আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয়েছে রুবাইয়া হায়দার ঝিলিকের।
অন্যদিকে, জান্নাতুল ফেরদৌস সুমনার জায়গায় বিশ্বকাপ দলে নিশিতা আক্তারের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা হয়েছে অনেক। সেসব ছাপিয়ে প্রথম ম্যাচেই মাঠে নেমেছেন তরুণ অফ স্পিনার। আর গড়েছেন অন্যরকম এক রেকর্ড। মাত্র ১৭ বছর ১০৫ দিন বয়সে বিশ্বকাপের মঞ্চে খেলতে নেমে বাংলাদেশের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হয়ে গেছেন নিশিতা। তার চেয়ে কম বয়সে বাংলাদেশের আর কেউ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ খেলার নজির দেখাতে পারেনি। একই ম্যাচে বিশ্বকাপে প্রথম খেলতে নামা স্বর্ণা আক্তার আছেন তালিকার ২ নম্বরে। বেশ কিছুদিন ধরে দলের নিয়মিত মুখ হয়ে যাওয়া তারকা অলরাউন্ডারের বয়স ১৮ বছর ২৭৪ দিন। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এত দিন রেকর্ডটি ছিল বাঁহাতি পেসার ফারিহা আক্তার তৃষ্ণার। ২০২২ সালের আসরে ১৯ বছর ১৭৩ দিন বয়সে খেলতে নেমেছিলেন তিনি।
এর আগে ২০২৩ সালের নভেম্বরে মাত্র ১৫ বছর ১৪১ দিন বয়সে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয় নিশিতার। এটিও বাংলাদেশের হয়ে সবচেয়ে কম বয়সে ওয়ানডে খেলা রেকর্ড। বিশ্বকাপে সর্বকনিষ্ঠ বাংলাদেশি হওয়ার ম্যাচে বল হাতে অবশ্য এখন পর্যন্ত সুবিধা করতে পারেননি নিশিতা। নতুন বলে ৩ ওভারের প্রথম স্পেলে ১৯ রান খরচ করে উইকেটশূন্য তরুণ অফ স্পিনার। সব মিলিয়ে হিসাব থাকা ম্যাচের মধ্যে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ খেলার রেকর্ড দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ড্যান ফন নিকার্কের। ২০০৯ সালের আসরে ১৫ বছর ২৯৮ দিন বয়সে বিশ্বকাপের মঞ্চে যাত্রা শুরু করেছিলেন তিনি।