সফরকারী পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে যাত্রা করেছে বাংলাদেশ। গতকাল মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান। আগে ব্যাটিংয়ে নেমে ১৯.৩ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১১০ রানে ইনিংস গুটিয়ে যায় পাকিস্তানের। জবাবে ২৭ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিক বাংলাদেশ (১১২/৩)। এ নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে চতুর্থ জয় পেয়েছে লাল-সবুজের জার্সিধারীরা। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন লিটন কুমার দাসরা। আগামী ২২ জুলাই একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে আবার পরস্পরের মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।
কয়েক দিন আগে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। এই ইতিহাস গড়া জয়ের পর পাকিস্তানের বিপক্ষেও ভালো ক্রিকেট খেলার ছন্দ ধরে রাখার পণ নিয়ে মাঠে নামেন লিটনরা। মিরপুরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংÑ তিন বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন তারা। ছোট লক্ষ্য পেয়ে জয় তুলে নিতে বেশি বেগ পেতে হয়নি বাংলাদেশকে। পারভেজ হোসেন ইমনের পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সুবাদে সহজ জয় তুলে নেয় লাল-সবুজের জার্সিধারীরা। অবশ্য ব্যাটিংয়ে শুরুতে প্রথম তিন ওভারের মধ্যে তানজিদ হাসান তামিম ও লিটন কুমার উইকেট হারানোয় কিছুটা ভীতি জেগেছিল। কিন্তু কিন্তু তৃতীয় উইকেটে ইমন ও তাওহিদ হৃদয় ৭৩ রানের জুটি গড়ে দলকে সহজ জয়ের দিকে নিয়ে যান। ৩৭ বলে ৩৬ রান করে আব্বাস আফ্রিদির বলে আউট হন হৃদয়। ২টি চার ও ২টি ছক্কায় ত্রিশোর্ধ্ব ইনিংসটি সাজান তিনি। এরপর আর কোনো উইকেট না হারিয়ে ইমন ও জাকের আলী জুটি দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৩৯ বলে হার না মানা ৫৬ রানের ইনিংস খেলেন ইমন। ১৫ রানে অপরাজিত থাকেন জাকের।
এর আগে ৯ ম্যাচ পর টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন। তার সিদ্ধান্ত যথার্থ প্রমাণ করেন বোলাররা। তাসকিন-মোস্তাফিজের ধারালো বোলিংয়ের সামনে সেভাবে দাঁড়াতেই পারেননি পাকিস্তানের ব্যাটসম্যানরা। আগ্রাসী ব্যাটিংয়ে ইনিংসের শুরুটা করেছিল তারা। কিন্তু সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথম পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে পাকিস্তানের ব্যাটিং মুখ থুবড়ে পড়ে। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। ধারাবাহিক বিরতিতে উইকেট হারিয়ে দলীয় রান কোনো মতে তিন অঙ্কের করে নিয়ে যায় তারা। মূলত ফখর জামানের ব্যাটে লড়াই করার পুঁজি পায় পাকিস্তান। তাদের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন ফখর।
গতকাল পাকিস্তানের ব্যাটিং লাইআপের জন্য ভয়ংকর রূপ ধারণ করেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদরা। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেন মোস্তাফিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৪ ওভারের বোলিং কোটা পূরণ করে বাংলাদেশের পক্ষে সবচেয়ে কম রান দেওয়া বোলার হিসেবে রেকর্ড গড়েছেন এই বাঁহাতি পেসার। তবে দলের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন তাসকিন। তানজিম সাকিব ও শেখ মেহেদী হাসান একটি করে উইকেট নেন। এদিন পাকিস্তানের তিন ব্যাটসম্যান রানআউটের ফাঁদে পড়েন।
আপনার মতামত লিখুন :