- পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসীরা
- ২০ অক্টোবরের মধ্যে ভোটকেন্দ্র চূড়ান্তের পরিকল্পনা
আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা করতে মাঠপর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। আগামী ১০ সেপ্টেম্বর খসড়া প্রকাশের দিন ধরে নিয়ে কাজ এগিয়ে নিতে বলেছে কমিশন।
স্থানীয় পর্যায়ে দাবি-আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে ২০ অক্টোবরের মধ্যে সম্ভাব্য ভোটকেন্দ্র চূড়ান্ত করার পরিকল্পনাও করছে কমিশন। সেটিও কর্মকর্তাদের জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে আসনভিত্তিক ভোটারের বিপরীতে সম্ভাব্য ভোটকেন্দ্র, ভোটকক্ষের তালিকা ও সংখ্যা নির্ধারিত ছকে ইসি সচিবালয়ে পাঠাতে বলা হয়।
গতকাল বুধবার ইসির উপসচিব (নির্বাচন সহায়তা ও সমন্বয়) মো. মাহবুব আলম শাহ ‘ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র স্থাপন’ সংক্রান্ত এ চিঠি সিনিয়র জেলা নির্বাচন ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।
এদিকে পাসপোর্ট না থাকলেও প্রবাসীদের ভোটার হওয়ার সুযোগ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে প্রবাসীদের ভোটার হতে পাসপোর্ট সংক্রান্ত জটিলতা দূর হলো। কারো পাসপোর্ট না থাকলেও তাকে ভোটার হিসেবে নিবন্ধন করবে বলে জানিয়েছে কমিশন।
সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে ৪২ হাজারেরও বেশি ভোটকেন্দ্র ছিল, এর মধ্যে ভোটকক্ষ ছিল ২ লাখ ৬১ হাজারের বেশি। এবার পৌনে ১৩ কোটি ভোটারের জন্য ভোটকেন্দ্র ও ভোটকক্ষ কত হবে তা খসড়া তালিকা হলে সেপ্টেম্বরে জানা যাবে। ইসির কর্মকর্তারা বলেন, তপশিল ঘোষণার পর আসনভিত্তিক চূড়ান্ত ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করবে ইসি। এরপরও কোনো ভোটকেন্দ্র কারো দ্বারা প্রভাবিত হতে পারে মনে করলে কমিশন তা পরিবর্তন করতে পারবে।
ফেব্রুয়ারির ভোটকে সামনে রেখে ডিসেম্বরের প্রথমার্ধে তপশিল ঘোষণার কথা বলেছে ইসি। এরই মধ্যে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি চলমান। এবার ভোটকেন্দ্রের সংখ্যা না বাড়িয়ে ভোটকক্ষ প্রতি ভোটার সংখ্যা সমন্বয় করার চিন্তাভাবনা করা হচ্ছে বলে এর আগে বলেছিলেন ইসি সচিব আখতার আহমেদ।
জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রকাশিত ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালার আলোকে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ করে এলাকাভিত্তিক ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ, খসড়া ভোটকেন্দ্রের তালিকার ওপর দাবি/আপত্তি গ্রহণ ও দাবি/আপত্তিগুলো নীতিমালা অনুযায়ী নিষ্পন্ন করে সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করার জন্য ইসি নির্দেশ দিয়েছে।
ইসি জানিয়েছে, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে ১০ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ। খসড়া নিয়ে দাবি/আপত্তি গ্রহণের শেষ দিন ২৫ সেপ্টেম্বর। দাবি/আপত্তির নিষ্পতির শেষ তারিখ ১২ এবং খসড়া ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্ত ২০ অক্টোবর।
খসড়া ভোটকেন্দ্রের তথ্য ও সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তথ্য (সফট কপিসহ) নির্ধারিত তারিখের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে ইসি সচিবালয়ের নির্বাচন সহায়তা-১ শাখায় পাঠাতে বলা হয়েছে।
পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসীরা: পাসপোর্ট না থাকলেও প্রবাসীদের ভোটার হওয়ার সুযোগ করে দিল নির্বাচন কমিশন (ইসি)। গতকাল স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সংশোধন করায় প্রবাসীদের এই সুযোগ সৃষ্টি হয়েছে। ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক খান আবি শাহানুর খানের স্বাক্ষরিত এসওপি থেকে এ বিষয়টি জানা যায়। এতে বলা হয়, পাসপোর্ট না থাকলে সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডিধারী তিনজন প্রবাসীর কাছ থেকে বাংলাদেশি হওয়ার মর্মে প্রত্যয়নপত্র জমা দিলেই হবে। এ ছাড়াও ভোটার প্রমাণে সংশ্লিষ্ট দলিলাদি দিতে হবে।
এসওপিতে আরও বলা হয়েছে, প্রয়োজনীয় অন্যান্য দলিলাদিও নিবন্ধন কেন্দ্রে জমা দেওয়া যাবে। সম্ভব না হলে, আবেদনকারীর পক্ষে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে উক্ত দলিলাদি তদন্তকারী কর্মকর্তা তথা রেজিস্ট্রেশন অফিসারের কাছে জমা দেওয়া যাবে।
প্রসঙ্গত, বর্তমানে ৯টি দেশের ১৬টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে কমিশন। দেশগুলো হলোÑ সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা। এসব দেশ থেকে প্রায় ৫০ হাজারের মতো আবেদন এসেছে।