উৎসবমুখর পরিবেশ আর নানা আয়োজনে উদযাপিত হয়েছে দৈনিক রূপালী বাংলাদেশের নবযাত্রার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। ‘মুক্ত চিন্তার দুরন্ত প্রকাশ’ স্লোগানে নবযাত্রার প্রথম বছরকে স্মরণীয় করতে গতকাল বুধবার রাজধানীর বনানীতে অবস্থিত রূপালী বাংলাদেশের প্রধান কার্যালয়ে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানমালার। দিনভর লেখক-পাঠক, শুভানুধ্যায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন ব্যাবসায়িক প্রতিষ্ঠানের প্রধানসহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিদের ভালোবাসায় সিক্ত হয় রূপালী বাংলাদেশ পরিবার। শুভেচ্ছা জানাতে আসা অতিথিরা বলেন, মাত্র এক বছরেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পত্রিকাটি গণমানুষের আস্থা অর্জন করেছে। সত্য প্রকাশের এই সাহসী অগ্রযাত্রা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে, সেই প্রত্যাশা করেন তারা।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় রূপালী বাংলাদেশের প্রধান সম্পাদক করিম আহমদ, সম্পাদক ও প্রকাশক মো. সায়েম ফারুকীসহ রূপালী বাংলাদেশ পরিবারকে নিয়ে কেক কেটে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের উদ্বোধন করেন ভাইয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মারুফ সাত্তার আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন ভাইয়া গ্রুপের পরিচালক মিজানুর রহমান রিপন, পরিচালক সুজাউল হাসান, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জামাল মাহমুদ সিদ্দিক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আনোয়ার সাহদাত আবু মো. ফুয়াদ, নির্বাহী পরিচালক মাহমুদ আলী, উপপরিচালক ফরহাদ হোসেন, মহাব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন বিভাগ) মাহফুজুল ইসলাম চৌধুরী, উপ-মহাব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন বিভাগ) মাহতাব উদ্দিন চৌধুরী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে রূপালী বাংলাদেশের ব্যবস্থাপনা সম্পাদক পারভেজ খান, যুগ্ম সম্পাদক মাইনুল হক ভূঁইয়া, বার্তা সম্পাদক এস আই শরীফ, সিটি এডিটর ও প্রধান প্রতিবেদক শাহীন করিম, জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অব মার্কেটিং গিয়াস উদ্দিন ইমনসহ রূপালী বাংলাদেশ পরিবারের অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
কেক কাটার আগমুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্যে রূপালী বাংলাদেশের নবযাত্রার এক বছর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান ভাইয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মারুফ সাত্তার আলী। এ সময় তিনি বলেন, ‘যেটুকু আশা করেছিলাম, এক বছরে তার চেয়ে বেশি এগিয়েছে রূপালী বাংলাদেশ।’ তিনি আরও বলেন, ‘বস্তুনিষ্ঠ ও পরিচ্ছন্ন সংবাদমাধ্যম হিসেবে রূপালী বাংলাদেশ যেন দেশে একটা স্থান দখল করতে পারে, সেই উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি। এমন মাহেন্দ্রক্ষণে আমি দেশের সব জেলার প্রতিনিধি, দেশ-বিদেশের সব দর্শক, বিজ্ঞাপনদাতাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা প্রথম বছর অতিক্রম করে দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছি।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক মো. সায়েম ফারুকী। তিনি বলেন, ‘আমরা সর্বদা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বদ্ধপরিকর। এখন থেকে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল, সবার আগে সব সংবাদ পাঠকের কাছে পৌঁছাতে রূপালী বাংলাদেশ পরিবার আরও গতিশীলতা নিয়ে কাজ করবে।’
পত্রিকাটির প্রধান সম্পাদক করিম আহমদ বলেন, ‘আজকের এই শুভ সন্ধিক্ষণে সবাইকে ধন্যবাদ। জনসচেতনতা ও সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং সত্য তথ্যের নির্মোহ প্রবাহ নিশ্চিতে রূপালী বাংলাদেশ একাগ্রতার সঙ্গে কাজ করে যাচ্ছে। আগামীতে দেশের অনেক বড় বড় সমস্যা ও সত্য ঘটনা রূপালী বাংলাদেশের মাধ্যমে প্রকাশ পাবেÑ এ আশাবাদ ব্যক্ত করছি।’
অনুষ্ঠানে পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক পারভেজ খান রূপালী বাংলাদেশকে সাফল্যের শীর্ষে পৌঁছানোর অঙ্গিকার ব্যক্ত করেন। তরুণ সহকর্মীদের সঙ্গে নিয়ে রূপালী বাংলাদেশ আগামীতে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বার্তা সম্পাদক এস আই শরীফ।
রূপালী বাংলাদেশের নবযাত্রার বর্ষপূর্তি আয়োজনে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি রূপালী বাংলাদেশ পরিবারকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘দেশের গণমাধ্যমের একটি বিষয় সব সময় মনে রাখতে হবেÑ ‘সবার আগে বাংলাদেশ’। বিষয়টি মাথায় রেখে গণমাধ্যমকে এগিয়ে যেতে হবে। স্বচ্ছ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সত্যতা, নিরপেক্ষতা নিশ্চিত করবে গণমাধ্যম। গণমাধ্যম নানা অনিয়ম, সমস্যাগুলো তুলে ধরবে। রূপালী বাংলাদেশ বরাবরের মতো জন-আকাঙ্খা তুলে ধরবে এই প্রত্যাশা।’
আসন্ন নির্বাচন ইস্যুতে তিনি বলেন, ‘বিএনপি ও গণতন্ত্র একে অপরের পরিপূরক। একটি ছাড়া অপরটি চলতে পারে না। গণতন্ত্র বিএনপিকে ছাড়া চলতে পারে না, বিএনপি গণতন্ত্রকে ছাড়া চলতে পারে না। আর এই গণতন্ত্র চর্চার জন্য নির্বাচন জরুরি। গণতন্ত্রের বাহক হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন, যেটার অপেক্ষায় আমরা আছি।’
এ ছাড়া আনন্দঘন এই আয়োজনে শুভেচ্ছা জানাতে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি রূপালী বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি পত্রিকাটির প্রতিটি বিভাগ ঘুরে দেখেন। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেস সচিব শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘রূপালী বাংলাদেশে অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল, আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞ। রূপালী বাংলাদেশ এক বছরে অনেক এগিয়েছে। আশা করি, এটি আরও অনেক দূর এগিয়ে যাবে। এই পত্রিকা ভবিষ্যতে বাংলাদেশের লিডিং হাউসে পরিণত হবে।’
তিনি আরও বলেন, মানুষ এখন সংবাদপত্রের পাশাপাশি অনেক বেশি যুক্ত হয়েছে ফেসবুক, রিলস ও ইউটিউব মাধ্যমের সঙ্গে। আশা করব রূপালী বাংলাদেশ মাল্টিমিডিয়া সেক্টরে অনেক বেশি জোর দেবে। সর্বপরি রূপালী বাংলাদেশ সংবাদ প্রচার এবং প্রসারের জন্য নতুনত্ব আনবে সে আশা রাখি।’
এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘রূপালী বাংলাদেশের এই বর্ণাঢ্য অগ্রযাত্রা আগামী দিনেও অব্যাহত থাকবে এই আশা করি।’ আয়োজনে উপস্থিত হয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া বলেন, ‘রূপালী বাংলাদেশ যে উদ্দেশ্য ও আশা নিয়ে পথচলা শুরু করেছে, তা অত্যন্ত ইতিবাচক। তাদের মাল্টিমিডিয়া ও অনলাইন টিম বিশেষভাবে ভালো কাজ করছে।’
এ ছাড়া দিনভর নানা আয়োজনে নবযাত্রার বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানাতে রূপালী বাংলাদেশের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়েছিলেনÑ বর্ষীয়ান অভিনেত্রী আনোয়ারা বেগম, অভিনেতা আজিজুল হাকিম, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, নাট্যকার জিনাত হাকিম, সংগীতশিল্পী আঁখি আলমগীরসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই। তারা রূপালী বাংলাদেশের সংবাদকর্মীদের সঙ্গে দীর্ঘ সময় সমসাময়িক নানা বিষয় নিয়ে আড্ডা দেন।
তারকাদের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ, বিজিবি, পুলিশের বনানী ও গুলশান থানাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে উষ্ণ অভিবাদ জানাতে রূপালী বাংলাদেশে আসেন প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা। এ ছাড়া টেলিফোনে রূপালী বাংলাদেশের সম্পাদককে শুভেচ্ছা জানান রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম ও প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম।
এ ছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ব্র্যাক ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, ন্যাশনাল ব্যাংক পিএলসি, ওয়ালটন পিএলসি, ফোরথট পিআর লিমিটেড, ইমপ্যাক্ট পিআর, কনসিটো পিআর, মাস্টহেড পিআর, ব্যাকপেজ পিআর, ওপাস কমিউনিকেশনস, মাস্টার পিআর, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়, মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল, তিতুমীর কলেজ ছাত্রদল, বাংলাদেশ প্রতিদিন, চ্যানেল এস, দৈনিক খোলা কাগজ, দৈনিক এদিন, সংবাদ প্রতিদিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা রূপালী বাংলাদেশকে ফুলেল শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন।
দিনব্যাপী এ আয়োজনে ঢাকা বহুমুখী হকার্স সমবায় সমিতি, ঢাকা হকার্স কল্যাণ সমিতি, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন, সংবাদপত্র বিট কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কর্মকর্তারাও উষ্ণ শুভেচ্ছা জানান রূপালী বাংলাদেশ পরিবারকে।

