গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামরুজ্জামান কামরুল শেখ কাকনকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার কাকন গোবিন্দগঞ্জ উপজেলার উত্তরপাড়া কাপাসিয়া গ্রামের আমিনুল ইসলাম রশিদুলের ছেলে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিআর মামলার যৌতুক নিরোধ-২০১৮ আইনের আসামি কামরুজ্জামান কামরুল শেখ ওরফে কাকনকে ১ বছর সশ্রম কারাদ- দেয় আদালত। এ সময় আত্মসমর্পণ না করে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখা হয়। এরই একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার নিজ গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে থেকে অবস্থায় কাকনকে গ্রেপ্তার করা হয়েছে।