নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল সায়দাবাদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মোমেনা খাতুন (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত মোমেনা খাতুন সায়দাবাদ গ্রামের আক্তার মিয়ার স্ত্রী এবং হানিফ মাস্টারের সমর্থক হিসেবে পরিচিত। সংঘর্ষে উভয়পক্ষের ৫ থেকে ৭ জন আহত হয়েছেন।
গতকাল সোমবার সকালে রায়পুরা উপজেলার চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে শ্রীনগর ইউনিয়নের চরাঞ্চল সায়দাবাদ ও বালুরচর এলাকার মধ্যে আধিপত্য নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কোন্দল চলছিল। এ পরিপ্রেক্ষিতে গতকাল ভোরে বালুরচরের লোকজন সায়দাবাদ গ্রামে অতর্কিত হামলা চালায়। হামলার সময় গুলির আঘাতে মোমেনা খাতুন মারা যান।
প্রসঙ্গত, ২০২৪ সালের কোরবানি ঈদের দিন সায়দাবাদ এলাকায় হানিফ মাস্টারের সমর্থকরা প্রতিপক্ষ এরশাদ মিয়ার এক সমর্থককে মারধর করে। এরপর থেকে এ দুই পক্ষের মধ্যে হামলা, ভাংচুর ও সংঘর্ষের ঘটনা পরপর ঘটে আসছে। দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর ২১ আগস্ট রাতে উভয়পক্ষের সংঘর্ষে এরশাদ ও ফিরোজ মেম্বারের সমর্থকদের মধ্যে অন্তত ছয়জন নিহত হন। এরপর থেকে কয়েক দফা হামলা, ভাংচুর এবং আহতের ঘটনা ঘটেছে।
রায়পুরা থানার ওসি তদন্ত প্রবীর কুমার ঘোষ নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। ভবিষ্যতে সহিংসতা এড়াতে প্রয়োজনীয় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :