কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আল-মামুন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত মামুনের বির”দ্ধে দাউদকান্দি ও তিতাস থানা ছাড়াও দেশের বিভিন্ন থানায় হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ২৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আল-মামুন ওরফে মামুন স¤্রাট কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে।
স্থানীয়রা জানান, মামুন দাউদকান্দি উপজেলার গৌরীপুর তিতাস উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন। মাদক ও চাঁদাবাজির জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, শুক্রবার রাত প্রায় ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডের পূর্ব পাশে মামুনকে কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।
ওসি আরও বলেন, নিহত মামুন ঘটনার সময় তিন নারীসহ একটি পরিবহনে কক্সবাজারে যাওয়ার উদ্দেশে ঢাকা থেকে রওনা হন। গৌরীপুর বাসস্ট্যান্ডে পানি কেনার জন্য বাস থেকে নামলে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্তের পর বিস্তারিত বলা যাবে।