দেশের ভোটারদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপতথ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই গড়ে তোলা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ জন্য নির্বাচন কমিশন (ইসি) তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল চালু করেছে। গতকাল বৃহস্পতিবার ইসির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া উদ্বোধনী ভাষণে তিনি জানান, এই প্ল্যাটফর্মে নির্বাচন কমিশনের যাবতীয় তথ্য নির্ভরযোগ্য, সহজ ও সুন্দরভাবে সবার কাছে পৌঁছে দেওয়া হবে। এতে থাকবে ভোটার রেজিস্ট্রেশনের নিয়মকানুন, নির্বাচনি সময়সূচি, প্রার্থীদের করণীয়, ভোটারদের অধিকার ও দায়িত্ব এবং নির্বাচন-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা। এদিকে আগামী রোববার নির্বাচনের রোডম্যাপ নিয়ে ব্রিফ করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সিইসি বলেন, নারী, যুব সম্প্রদায়, প্রতিবন্ধী ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারার সঙ্গে যুক্ত করাই কমিশনের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, আমরা চাই প্রত্যেক নাগরিককে সচেতন করে দেশের গণতন্ত্রায়ণে অংশগ্রহণ নিশ্চিত করতে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন-ব্যবস্থার প্রতি আস্থা ও স্বচ্ছতা অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, আমাদের সব তথ্য আমরা গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করব, যাতে মানুষের আস্থা বাড়ে এবং নির্বাচন-ব্যবস্থার স্বচ্ছতা আরও দৃঢ় হয়।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারকে বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে সিইসি সতর্ক করেন যে, মিথ্যা ভিডিও, বানোয়াট তথ্য এবং অপতথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো তথ্য বিশ্বাস করার আগে যাচাই করুন। যাচাই না করে শেয়ার করবেন না। সত্যতা যাচাই না করে কোনো তথ্য গ্রহণ করবেন না।
এ এম এম নাসির উদ্দিন বলেন, আমরা সবাই মিলে এই অপতথ্যের বিরুদ্ধে লড়াই শুরু করি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান, যাতে আপনারা আমাদের সঙ্গে একত্রে কাজ করেন, সঠিক তথ্য জনগণের সামনে উপস্থাপন করেন এবং প্রতিটি ভোট ও কণ্ঠস্বরের গুরুত্ব প্রতিষ্ঠিত হয়। তিনি বলেন, আমরা সবাই মিলে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে চাই। আমি বিশ্বাস করি, আপনাদের সহযোগিতা পেলে আমরা জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে সক্ষম হব। নির্বাচন কমিশনের নতুন ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভোটার, প্রার্থী ও সাধারণ মানুষ সহজেই নির্বাচন সম্পর্কিত সব তথ্য পাবে বলে আশা প্রকাশ করেন সিইসি।
জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হতে পারে রোববার:
নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, কমিশনার ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সামগ্রিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে। চূড়ান্ত পরিকল্পনার পরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। তিনি জানান, নির্বাচনের রোডম্যাপ নিয়ে আগামী রোববার ব্রিফ করা হতে পারে। গতকাল নির্বাচন ভবনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে ডাকা কমিশনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এর আগে দুপুর আড়াইটায় শুরু হওয়া এ বৈঠকে চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আমরা কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক শুরু করেছি। যেহেতু অনেক বিষয় নিয়ে আলোচনা করার আছে, তাই আজই এটি শেষ করা সম্ভব না-ও হতে পারে। সে ক্ষেত্রে আমাদের রোববার বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তিনি আরও বলেন, কমিশনার এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সামগ্রিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে। চূড়ান্ত পরিকল্পনার পরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।