ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

সাংবাদিক তুহিন হত্যা - ১৫ দিনে তদন্ত  শেষে ৮ জনের  বিরুদ্ধে চার্জশিট

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৮:০১ এএম

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আটজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। গত রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা বাসন থানার এসআই দুলাল চন্দ্র দাস চার্জশিট আদালতে জমা দেন।

গতকাল সোমবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আটজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। হত্যাকা- সংঘটিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় এবং ১৬ দিনের মধ্যেই মামলার চার্জশিট প্রদান করা হয়েছে।

চার্জশিটভুক্ত আসামিরা হলোÑ গ্রেপ্তারকৃত জামালপুরের মেলান্দহ থানার মাহমুদপুর এলাকার মোবারক হোসেনের ছেলে মিজানুর রহমান ওরফে কেটু মিজান (৩৪), একই জেলার মো. সুলাইমানের মেয়ে ও কেটু মিজানের স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপী (২৫), খুলনা শহরের সোনাডাঙ্গা থানার ময়লাপোতা এলাকার মো. হানিফের ছেলে মো. আল আমীন (২১), পাবনা জেলার ফরিদপুর থানার সোনাহারা এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে স্বাধীন ওরফে সেলিম (২৮), কুমিল্লার হোমনা থানার অনন্তপুর এলাকার হানিফ ভূঁইয়ার ছেলে মো. শাহজালাল ওরফে জালাল (৩২), পাবনা চাটমোহর থানার পাচবাড়িয়া এলাকার কিয়ামুদ্দিনের ছেলে মো. ফয়সাল হাসান (২৩), শেরপুর নকলা থানার চিতলিয়া এলাকার আব্দুস সালামের ছেলে সুমন ওরফে সাব্বির (২৭) ও রফিকুল ইসলাম ওরফে আরমান (৩০)।

উপপুলিশ কমিশনার আরও বলেন, তুহিন হত্যাকা-ের পর তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি। তার মোবাইল ফোনটি বর্তমানে বন্ধ রয়েছে। ফোনটি উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।