ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

সাদাপাথর লুটকাণ্ড

অবশেষে কোম্পানীগঞ্জ  থানার ওসি বদলি

সিলেট ব্যুরো
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৬:০৩ এএম
সাদাপাথর লুটকাণ্ড

সিলেটের আলোচিত সাদাপাথর ও শাহ আরেফিন টিলা লুটকা-ে জড়িত থাকার অভিযোগে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনানকে অবশেষে বদলি করা হয়েছে। তবে তাকে কোনো থানায় পোস্টিং না দিয়ে সিলেট জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে। 

এদিকে কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে নিয়োগ পেয়েছেন ইন্সপেক্টর রতন শেখ। গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান।

রতন শেখ এর আগে শরীয়তপুরের শিবচর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৯-২০২৪ সাল পর্যন্ত জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ হিসেবেও দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি সিলেট জেলা পুলিশে কর্মরত।

রতন শেখ জানিয়েছেন, বদলির বিষয়ে শুনেছেন, তবে এখনো লিখিত নির্দেশনা পাননি। একই কথা জানিয়েছেন বর্তমান ওসি উজায়ের আল মাহমুদ আদনানও। প্রসঙ্গত, দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানীগঞ্জ তানার সাবেক ওসি উজায়েরসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা অবৈধ পাথর ব্যবসায়ীদের কাছ থেকে কমিশন গ্রহণ করে সাদাপাথর লুটপাটে সহযোগিতা করেছেন। পাশাপাশি শাহ আরেফিন টিলা লুটপাটেও তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠে। লুটকা-ে উজায়েরের সংশ্লিষ্টতার বিষয়ে দৈনিক রূপালী বাংলাদেশে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে তাকে কোম্পানীগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।