রাজশাহীর বাগমারায় চাঁদা না দেওয়ার জেরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় তাঁতীদলের এক নেতার বিরুদ্ধে। আহত ব্যক্তি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনায় গ্রামের শতাধিক লোক থানায় গিয়ে বিচার ও অভিযুক্তের গ্রেপ্তারের দাবি করেছেন।
অভিযোগ অনুযায়ী, নারায়ণ ভবানী (৫৫) নামে চাঁইসাড়া গ্রামের এক ব্যক্তি সপ্তাহখানেক আগে পাঁচ হাজার টাকা চাঁদা দিতে অস্বীকার করেন। এরপর গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে নারায়ণ বাড়ি ফেরার পথে তাঁতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক নবাব হোসেন ওরফে বাচ্চু (৩০) তাকে রাস্তার মধ্যে আটকে রড দিয়ে মারধর করেন। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নির্যাতিত নারায়ণ ভবানী জানান, নবাব হোসেন নিয়মিত চাঁদাবাজি করেন এবং ধারালো অস্ত্র রাখেন, তাই কেউ প্রতিবাদ করতে সাহস পায় না।
ঘটনা জানাজানি হলে গ্রামের শতাধিক হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষ ২০ কিলোমিটার দূরে বাগমারা থানায় গিয়ে প্রতিবাদ জানিয়ে অভিযুক্তের গ্রেপ্তার ও নিরাপত্তার দাবি করেন। পুলিশ মামলা গ্রহণ ও অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা থানা ত্যাগ করেন।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, নবাব হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে এবং গ্রামে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করবে।
স্থানীয়রা জানান, নবাব হোসেন গত বছরের ৫ আগস্টের পর থেকে চাঁইসাড়া হিন্দুপাড়ায় চাঁদাবাজি চালাচ্ছেন। অনেককে আওয়ামী লীগ সমর্থক হিসেবে চিহ্নিত করে টাকা, ধান ও চাল চাঁদা দাবি করেন। এ ছাড়া গত বছরের ১৪ অক্টোবর তিনি মাদক তৈরির সময় ধরে পুলিশকে হাজির করা হয়েছিল।
নবাব হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তাঁতীদলের বাগমারা উপজেলার আহ্বায়ক মামুনুর রশিদ বলেন, নবাবের অপরাধের দায় বিএনপি বা কোনো সহযোগী সংগঠন নেবে না।