গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি কেমিক্যাল কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন সাহারা মার্কেট এলাকায় এই অগ্নিকা-ের ঘটনা ঘটে।
এখন পর্যন্ত মোট ছয়জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে আগুনে ফায়ার সার্ভিসের পাঁচজন কর্মী ও স্থানীয় একজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। আহতরা হলেনÑ ফায়ার সার্ভিসের অফিসার জান্নাতুল নাঈম ৪২ শতাংশ, ফায়ার ফাইটার মো. শামীম ১০০ শতাংশ, মো. নুরুল হুদা ১০০ শতাংশ, মো. জয় হাসান ৫ শতাংশ। তবে বাকি দগ্ধ দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, গতকাল সোমবার বিকেলে হঠাৎ কেমিক্যাল কারখানায় আগুনের ঘটনা ঘটে। মুহূর্তেই বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। এ সময় লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ্ উদ্দিন বলেন, বিকেলে টঙ্গী ফায়ার স্টেশনে প্রথমে আগুন লাগার সংবাদ দেওয়া হয়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। যেহেতু কেমিক্যাল ড্রামে বিস্ফোরণের খবর ছিল তাই টঙ্গী ফায়ার সার্ভিসের আরও একটি বিশেষ ইউনিট ও উত্তরা ফায়ার স্টেশনের তিনটি ইউনিটসহ মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যায়।
পরে আগুনের তীব্রতা ও বিস্ফোরণ বাড়তে থাকলে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের আরও একটি ইউনিটসহ মোট সাতটি ইউনিট চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে কেন এই আগুনের ঘটনা ঘটেছে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন হবে। তদন্ত রিপোর্ট অনুযায়ী বলা যাবে কেন এই ঘটনা ঘটেছে।
এদিকে দগ্ধ অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে জাতীয় বার্নের জরুরি বিভাগে বিকেল সাড়ে ৫টার দিকে আনা হয়।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কর্তব্যরত চিকিৎসক সহকারী রেজিস্টার ডা. ফজলে রাব্বি জানান, টঙ্গীর কেমিক্যাল গোডাউনের আগুনের ঘটনায় আমাদের এখানে পাঁচজন এসেছে। এর মধ্যে জান্নাতুল নাঈম ৪২ শতাংশ দগ্ধ, মো. শামীমের ১০০ শতাংশ, মো. নুরুল হুদা ১০০ শতাংশ ও মো. জয় হাসান ৫ শতাংশ দগ্ধ। এদের মধ্যে জয় হাসানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় জানিয়ে তিনি বলেন, তিনজনের অবস্থা গুরুতর, তাদের ভর্তি দেওয়া হয়েছে।