জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট হলে ‘জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের প্যারেড গ্রাউন্ডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচনের দিন গণভোট হওয়ার বিষয়টি কীভাবে দেখছেন প্রশ্নে জামায়াতের আমির বলেন, ‘আমরা ভালোভাবে দেখছি না। আমরা আগেই বলেছি, নির্বাচনের দিন গণভোট হলে, নির্বাচনে জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে।’
এদিন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছেন, নির্বাচন ও গণভোট একই দিনে একসঙ্গে আয়োজনে সরকার আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে। এর আগে রাজনৈতিক দলগুলোর মতবিরোধের মধ্যে গত ১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের ঘোষণা দেন।
সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি নিয়ে এখন জামায়াতের অবস্থান কীÑ জানতে চাইলে শফিকুর রহমান বলেন, ‘আমাদের অবস্থান পরিষ্কার। আমাদের দাবি অব্যাহত। এই দাবি বাস্তবায়ন হবে, জনগণের স্বার্থে। এমনকি আমরা ক্ষমতায় গেলেও কথা দিচ্ছি, সেই পিআর আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ।’
নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ আছে কি নাÑ জানতে চাইলে তিনি বলেন, “নির্বাচনের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নাই, কিন্তু এই ‘ফিল্ড’ আমাদের তৈরি করতে হবে। আমাদেরÑ মানে সবাই মিলে। আপনারা তৈরি থাকুন। এই নির্বাচন হতে হবে। এই নির্বাচন না হলে এ দেশে সংকট দেখা দেবে। আমরা কোনো সংকট তৈরি হতে দেব না।”
নির্বাচনে জোট করবেন কি নাÑ প্রশ্নের উত্তরে জামায়াত আমির বলেন, “আমরা ‘কনভেনশনাল’ কোনো জোট করব না। কিন্তু অনেকগুলা দল এবং শক্তির সঙ্গে আমাদের নির্বাচনি সমঝোতা হবে।” চট্টগ্রামে সব আসনে জামায়াতের প্রার্থীর বিজয়ের জন্য কোনো বার্তা দেবেন কি না? জবাবে তিনি বলেন, ‘সব আসনে জামায়াতের বিজয়ের কোনো বার্তা দেব না। আমি জনগণকে বিজয়ের বার্তা দিয়েছি। আমি জামায়াতের বিজয় চাচ্ছি না, জনগণের বিজয় চাচ্ছি। দেখেন, আমাদের এত পজিটিভ এজেন্ডা। কী করব জনগণের জন্য, কী ভাবছিÑ সেগুলো বলতে বলতে আমাদের সময় চলে যায়। কাউকে খোঁচা দেওয়া বা কারো খোঁচার জবাব দেওয়ার কোনো সময় নেই।’
বাংলাদেশের জন্য ইসলামের ‘গেটওয়ে’ চট্টগ্রাম মন্তব্য করে জামায়াতের আমির বলেন, “আবার মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণাটাও হয়েছে এ জায়গা থেকে এবং এখানেই প্রথম ‘কনভেনশাল’ লড়াই শুরু হয়েছিল। বাংলাদেশ এখন ইতিহাসের একটা বাঁকে এসে দাঁড়িয়েছে। আমরা ৪৭, ৫২, ৭১ পার হয়ে এসেছি। এখন আমরা দাঁড়িয়েছি চব্বিশের কূলে। বারবার এ জাতির সামনে সুযোগ এসেছে। কিন্তু সুযোগের উত্তম ব্যবহার যাদের করার কথা ছিল, তারা তা ব্যবহার না করে অপব্যবহার করেছে।”
জাতি সবার, কোনো বিশেষ দলের নয়, কোনো গোষ্ঠীর নয় মন্তব্য করে জামায়াতের আমির বলেন, ‘কারো কাছে আমরা দেশের রাজনীতি ইজারা দিতে চাই না। কোনো পরিবার নয়, কোনো দল নয়। এ দেশের মালিক এ দেশের জনগণ। আমরা জনগণের হাতে জনগণের অধিকার তুলে দিতে চাই।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন