রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০২:৫১ এএম

দুই সরকারি অফিস পুড়ল পেট্রোলবোমার আগুনে

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০২:৫১ এএম

দুই সরকারি অফিস পুড়ল  পেট্রোলবোমার আগুনে

  • সহকারী কমিশনার ভূমির কার্যালয় ও সরকারি সাবরেজিস্ট্রার অফিসের কার্যালয়ে আগুনে ব্যাপক ক্ষয়-ক্ষতি

মাগুরায় পৃথক পেট্রোলবোমায় অগ্নিকা-ের ঘটনায় সরকারি দুটি অফিস আগুনে পুড়ে গেছে। প্রতিষ্ঠান দুটি হলোÑ মাগুরা সদর উপজেলা সহকারী কমিশনার ভূমির কার্যালয় ও সরকারি সাবরেজিস্ট্রার অফিসের কার্যালয়। গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে দুষ্কৃতকারীরা সরকারি দুটি অফিসে অগ্নিকা-ের ঘটনা ঘটায়।

মাগুরা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের প্রধান আসমা আক্তার বলেন, রাতের আঁধারে দুষ্কৃতকারীরা সহকারী ভূমি অফিসের পেছনের জানালা ভেঙে পেট্রোলবোমা নিক্ষেপ করেন, এতে ভবনের নিচতলায় থাকা কম্পিউটার, আসবাবপত্রসহ জমিজমা-সংক্রান্ত দলিল ও নথিপত্র পুড়ে নষ্ট হয়ে যায়।

এদিকে মাগুরা সরকারি সাবরেজিস্ট্রার অফিসের অগ্নিকা-ের ঘটনায় সাবরেজিস্ট্রার অফিসার শুভ্রা রানী দাস বলেন, রাতের আঁধারে দুষ্কৃতকারীরা শহরের ইসলামপুরপাড়া সাবরেজিস্ট্রার কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপ করলে রেজিস্ট্রি কার্যালয় সংলগ্ন দলিল লেখকদের অফিসসহ সাবরেজিস্ট্রার কার্যালয়ের নিচতলা পুড়ে যায়। এতে সাবরেজিস্ট্রার কার্যালয়ের জমিজমার দলিল নথিপত্র, জলিল লেখকদের প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

মাগুরা ফায়ার সার্ভিস অফিসের স্টেশন লিডার মোহাম্মদ আলিম মোল্লা জানান, মাগুরা সদর সহকারী ভূমি কমিশনারের কার্যালয়সহ সাবরেজিস্ট্রার কার্যালয়ে রাত তিনটার দিকে অগ্নিকা-ের ঘটনা ঘটে। দুষ্কৃতকারীরা পেট্রোলবোমা নিক্ষেপ করে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এই অগ্নিকা-ে দুটি প্রতিষ্ঠানে জমিজমা-সংক্রান্ত দলিল ও প্রয়োজনীয় নথিপত্র আসবাবপত্র কম্পিউটার পদ্ধতি বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন হয়ে যায়।

মাগুরা সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আগুনের ঘটনায় স্থানীয় বাসিন্দারা জানান, রুম থেকে ধোঁয়া বের হতে দেখে তারা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে উল্লেখযোগ্য ক্ষতি হয়ে যায়। ক্ষতিগ্রস্ত সামগ্রীÑ বিভিন্ন ধরনের কাগজপত্র,কম্পিউটার ও ল্যাপটপ, গুরুত্বপূর্ণ অফিসিয়াল ডকুমেন্টস, চেয়ার-টেবিল, বিভিন্ন কাঠের তাকসহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ সময় মাগুরা জেলা সদর সাবরেজিস্ট্রার অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে রেজিস্ট্রার অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।

পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান পরিদর্শনকালে বলেন, এটা যারা করেছে আমরা তদন্ত কমিটি করব, খতিয়ে দেখে দোষীদের আইনের আওতায় আনব।

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, শনিবার রাত ৩টার পর মাগুরা সদর সাবরেজিস্ট্রার অফিস ও মাগুরা সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দেয়। বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে মাগুরা জেলা ফায়ার সার্ভিস অফিসকে জানালে তারা তাৎক্ষণিক এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!