চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ট্রাকের ধাক্কা চালক নিহত হয়। গতকাল শনিবার ভোর রাতে উপজেলার মহাসড়কের কুমিরা নিউ রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, শনিবার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা নিউ রাজাপুর মসজিদ এলাকায় দাঁড়িয়ে থাকা লরির পেছনে একটি ট্রাক ধাক্কা দেয়। এই সময় ট্রাকের চালক ইউনুস সরদার গুরুতর আহত হয়। এ সময় তাকে উদ্ধার করে সীতাকু- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত চালকের নাম ইউনুস সর্দার (৫০)। তিনি পিরোজপুর জেলার নাজিরপুর থানার নাজিরপুর চিতলিয়া গ্রামের আজহার সরদারের ছেলে। তবে তিনি বর্তমানে চট্টগ্রামের বন্দর এলাকায় বসবাস করতেন বলে বিষয়টি নিশ্চিত করেন, বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল মোমিন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন