রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৪:১৩ এএম

মৌসুমের প্রথম হ্যাটট্রিক বোয়াটেংয়ের

বড় জয়ে ঘুরে দাঁড়াল মোহামেডান

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৪:১৩ এএম

বড় জয়ে ঘুরে দাঁড়াল মোহামেডান

বাংলাদেশ ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে দল বদলের মৌসুমে সেভাবে ঘর গোছাতে পারেনি তারা। মৌসুম শুরুর পর মাঠের বাইরের বহুমুখী সমস্যায় সাদা-কালোরা। তার প্রভাব পড়ে মাঠেও। চার রাউন্ডের মধ্যেই হার, জিত, ড্রÑ সব অভিজ্ঞতার স্বাদ নিতে হয়েছে মতিঝিল পাড়ার ক্লাবটিকে। তাতে জায়গা হয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে। তবে পঞ্চম রাউন্ডে এসে দারুণ এক জয় তুলে নিয়ে লিগ টেবিলের সেরা চারে ঢুকলো আলফাজ আহমেদের দল। পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে বড় জয়ে হ্যাটট্রিক করেছেন স্যামুয়েল বোয়াটেং। মৌসুমেও এটি প্রথম হ্যাটট্রিক। বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) খেলায় আজ শনিবার কুমিল্লার ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হয় মোহামেডান ও পিডব্লিউডি। সেখানে ৪-০ গোলে জয় পেয়েছে সাদা-কালোরা। বোয়েটেংয়ের হ্যাটট্রিক বাদে অন্য গোলটি করেছেন মুজাফ্ফর মুজাফ্ফরভ। ম্যাচের ৩১ মিনিটে সুমন দাসের সঙ্গে সংঘর্ষে স্যামুয়েল বোয়াটেং বক্সের ভেতর পড়ে গেলে মোহামেডানের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

স্পটকিক থেকে গোলের খাতা খুলতে তাই কোনো ভুল করেননি উজবেক মিডফিল্ডার মুজাফ্ফর মুজাফ্ফরভ। পরের গল্পটা কেবল বোয়াটেংয়ের। গত মৌসুমে রহমতগঞ্জে খেলে সর্বোচ্চ গোলদাতা হওয়া এই ফরোয়ার্ড এবার নাম লিখিয়েছেন সাদা-কালো জার্সিতে। বিরতির পর আলো ছড়ান তিনি। ৬৭ মিনিটে মোহাম্মদ রাতুল ও পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলওকিপার অনিক আহমেদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে ফায়দা লুটেন বোয়াটেং। বক্সের বাইরে থেকে ফাঁকা পোস্টে বল জালে পাঠাতে অসুবিধা হয়নি তাঁর।

৭৭ মিনিটে আবারও পিডব্লিউডির ভুলের সূত্র ধরে আবারও ব্যবধান বাড়ান বোয়াটেং। সাফিউল হোসেনের চিপে দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে কোনাকুনি শটে জাল কাঁপান তিনি। ৮২ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ঘানার এই ফরোয়ার্ড। এবারও পোস্ট ছেড়ে বেরিয়ে এসে দলকে বিপাকে ফেলেন অনিক। বক্সের ভেতর তাই দ্রুতই বোয়াটেংকে পাস দেন জুয়েল মিয়া। নিখুঁত প্লেসমেন্টের পর উচ্ছ্বাসে মেতে ওঠেন বোয়াটেং।

পাঁচ খেলায় দুই পরাজয়, এক ড্র এবং দুটিটিতে জয়ের সুবাদে ৭ পয়েন্ট এখন মোহামেডানের। তাতে টেবিলের চারে উঠে আসল মতিঝিল পাড়ার দলটি। সমান খেলায় ১৩ পয়েন্ট পেয়ে শীর্ষে আছে বাংলাদেশ ফুটবল লিগের পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। দুই ও তিনে থাক রহমতগঞ্জ ও ফর্টিসের পয়েন্ট ১০ ও ৮।

রূপালী বাংলাদেশ

Link copied!