দিনাজপুরের কাহারোল উপজেলায় পৈতৃক সম্পত্তি ভোগ-দখল নিয়ে এক প্রবীণ কৃষকের ওপর প্রকাশ্য হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। উপজেলার হেলেঞ্চাকুড়ি গ্রামের মৃত মহাদেব চন্দ্র রায়ের পুত্র মনিন্দ্র নাথ রায় (৬০) কাহারোল থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানান, তার ভুট্টাক্ষেতে জোরপূর্বক সেচ বন্ধ করে দিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, সাইনগর মৌজার ৬৪ শতক পৈতৃক জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন তিনি। জমিতে বর্তমানে ৪–৫ ফুট উচ্চতার ভুট্টা ফসল রয়েছে। গত শুক্রবার সকালে তিনি সেচ দেওয়ার জন্য সেলো মেশিন চালু করলে কান্তনগর গ্রামের মো. মামুন ইসলাম, সাহিনগর গ্রামের মৃত কোটা মোহাম্মদের পুত্র শফিকুল ইসলাম (খুরু), তার ছেলে হৃদয় ইসলামসহ মোট ১৭ জন (৪ জন চিহ্নিত, ১৩ জন অজ্ঞাত) দলবদ্ধভাবে সেখানে উপস্থিত হয়।
তিনি জানান, অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন, ভয়ভীতি দেখিয়ে মেশিন সরাতে বলেন। না সরালে সেচ মেশিন জোরপূর্বক বন্ধ করে তাকে হুমকি দেওয়া হয় যে, ‘এই জমিতে ফিরে আসলে মেরে ফেলা হবে।’
মনিন্দ্র নাথ রায়ের দাবি, বাধা দেওয়ার কারণ জানতে চাইলে অভিযুক্তরা বলেন, তারা নাকি ‘কান্তা ফার্ম, সেতাবগঞ্জ সুগার মিল্স’ থেকে জমির অনুমতি নিয়েছেন। কিন্তু অনুমতি-সংক্রান্ত কোনো নথি চাইলে কেউই তা দেখাতে পারেননি।
প্রাণনাশের আশঙ্কায় উপায়ান্তর না দেখে জমির তপশিলসহ তিনি থানায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার আবেদন করেছেন।
স্থানীয় কৃষকরা বলছেন, পৈতৃক জমিতে চাষাবাদ করতে গিয়ে এমন হামলা ও দখলদারির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তারা জানান, দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে এলাকার কৃষিজমি নিয়ে আরও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন