সাতক্ষীরার একটি আবাসিক হোটেল থেকে সুমন কুমার (৪৮) নামে ঠাকুরগাঁওয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর এলাকার হোটেল প্যারাডাইস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও হোটেল সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে হোটেলের একটি কক্ষে ওঠেন সুমন কুমার। শনিবার সারাদিন তাকে দেখা না গেলে সন্ধ্যায় কর্মীরা দরজায় ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় পরে দরজা ভেঙে দেখা যায়, তিনি বিছানায় নিস্তেজ হয়ে পড়ে আছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শফিকুর রহমান বলেন, মরদেহ উদ্ধারের সময় দরজা ভেতর থেকেই বন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফোনে গান শুনতে শুনতে ঘুমানোর পর তার মৃত্যু হতে পারে। তবুও ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে।
ওসি আরও বলেন, মৃতদেহে কোনো সন্দেহজনক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন