২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ফিফা বিশ^কাপের আসর। এই তিন দেশের মোট ১৬টি স্টেডিয়ামে হবে বিশ^কাপের ম্যাচগুলো। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আসন্ন বিশ^কাপে অংশ নেওয়া ৪৮টি দলের ড্র হয়েছে। এই ড্রয়ের মাধ্যমে বিশ^কাপের উন্মাদনা শুরু হয়ে গেছে। বিশ^কাপ ড্রয়ে ফুটবলপ্রেমীদের দৃষ্টি ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সাবেক পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের দিকে। সমর্থকরা অন্তত স্বস্তি পেয়েছেন জেনে যে, দুই ফুটবল পরাশক্তিই অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছে। গ্রুপ ‘জে’তে পড়েছে আর্জেন্টিনা। তাদের গ্রুপে আছে অস্ট্রিয়া, আলজেরিয়া ও প্রথমবার সুযোগ পাওয়া জর্ডান। আর গ্রুপ ‘সি’তে আছে ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। বিশ^কাপ ড্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড। সহযোগি ছিলেন সুপরিচিত সঞ্চালক সামান্থা জনসন। অনুষ্ঠানে তিনটি পট থেকে প্রথম তিনটি বল তুলেছেন আয়োজক তিন দেশের তিন প্রধানÑ কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে তো প্রথমবার বিশ^ব্যাপী শান্তির বার্তা নিয়ে আসায় ফিফা শান্তি পুরস্কার দেওয়া হয়। ট্রাম্পের হাতে শান্তি পুরস্কারের পদক তুলে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইফান্তিনো।
মেসি-রোনালদোর লড়াই : ফুটবলের মহাকাশে বর্তমানে দুই উজ্জ্বল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। মাঠের বাইরে তাদের নিয়ে চলে তুমুল চর্চা, আর মাঠে মুখোমুখি হলে তো কথাই নেই! ক্লাব ফুটবলে দুজনের দেখা হয়েছে বহুবার। ২০১৪ সালের নভেম্বরে এক প্রীতি ম্যাচে জাতীয় দলের জার্সিতে তারা একে অন্যের বিপক্ষে খেলেছিলেন। কিন্তু বিশ্বকাপে তারা পাঁচবার অংশ নিলেও মাঠে তাদের মুখোমুখি লড়াই দেখা হয়নি। ২০২৬ সালে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে চলেছেন মেসি-রোনালদো। এটাই তাদের শেষ বিশ্বকাপ। আর এই বিদায়ি আসরে সেমিফাইনালের আগে দেখা হতে পারে তাদের দল পর্তুগাল ও আর্জেন্টিনার। আর্জেন্টিনা ও পর্তুগালকে গ্রুপ পর্বে বড় কোনো পরীক্ষা দিতে হবে না বলেই ধারণা। তিনটি সম্ভাব্য পথে তাদের মুখোমুখি লড়াই হতে পারে। প্রথমবার তাদের দেখা হতে পারে ১১ জুলাই কানসাস সিটিতে কোয়ার্টার ফাইনালে। আরেক উপায়ে পর্তুগাল ও আর্জেন্টিনা মুখোমুখি হতে পারে। পর্তুগাল যদি তাদের গ্রুপের চ্যাম্পিয়ন হয় এবং আর্জেন্টিনা তিনে থেকে গ্রুপের খেলা শেষ করে, তাহলে শেষ ষোলোতে ওঠার ম্যাচে দুই দলের দেখা হবে ৩ জুলাই কানসাস সিটিতে।
হালান্ড-এমবাপ্পে আকর্ষণ :
বিশ^কাপের ড্রয়ে নরওয়ের সঙ্গে একই গ্রুপে পড়তেই অনুষ্ঠানে হাসতে দেখা যায় ফ্রান্স কোচ দিদিয়ের দেশমকে। পরে প্রতিক্রিয়ায় বিশেষ একটি লড়াইয়ের দিকেই তাকিয়ে থাকার কথা বলেছেন তিনি। যেখানে মুখোমুখি হবেন বিশ্ব ফুটবলের দুই বড় তারকা কিলিয়ান এমবাপ্পেও আর্লিং হালান্ড। দেশম বলেন, ‘এটা (হালান্ড-এমবাপে) হবে দারুণ এক লড়াই হবে।’ ‘আই’ গ্রুপে ফ্রান্স ও নরওয়ের সঙ্গে আছে সেনেগাল, আফ্রিকার দেশটি যথেষ্ট সমীহ জাগানিয়া। এই গ্রুপকে তুলনামূলক কঠিন বলা হচ্ছে। দেশম বলেন, ‘দুই দলেই আরও বড় নাম আছে, কিন্তু নিঃসন্দেহে এমবাপে আর হালান্ড বিশ্বব্যাপী স্বীকৃত দুটি নাম। আর তারা দুজনই সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে থাকবে।’
ফুটবল ও ক্রিকেটÑ উভয় বিশ^কাপে খেলবে যারা : ফুটবল ও ক্রিকেট- উভয় বিশ^কাপে খেলবে ৭টি দেশ। ২০২৬ টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ এবং ফুটবল বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করা দেশ হলোÑ দক্ষিণ আফ্রিকা, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। এই তালিকায় দেশের সংখ্যা আরও বাড়তে পারে। ফুটবল বিশ্বকাপের ৪৮টি দলের মধ্যে ৪২টি দল ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। বাকি ৬টি দলের ভাগ্য নির্ধারিত হবে আগামী মার্চে অনুষ্ঠিতব্য প্লে-অফের লড়াই শেষে।
এই প্লে-অফের লড়াইয়ে থাকা কয়েকটি দেশের ক্রিকেট বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা রয়েছে। যেমনÑ ইতালি এবার প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে এবং আয়ারল্যান্ডও ক্রিকেট বিশ্বকাপে রয়েছে। জ্যামাইকা সরাসরি না থাকলেও তাদের প্রতিনিধি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বিশ্বকাপে আছে। যদি ইতালি বা নর্দার্ন আয়ারল্যান্ড ফুটবল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে, তবে ক্রিকেট ও ফুটবল দুই বিশ্বকাপ খেলা দেশের সংখ্যা আরও বাড়বে। তবে সব মিলিয়ে এই সংখ্যা ৯টির বেশি হওয়ার সুযোগ নেই।
যেভাবে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা : বিশ^কাপে দুই দল আলাদা গ্রুপে পড়লেও সমীকরণ মিলে গেলে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ ১৯৯০ সালের পর আর কখনো বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয়নি। তবে এবার আসন্ন ২০২৬ বিশ্বকাপে সম্ভাবনা রয়েছে দুই দলের মহারণ দেখার। বিশ্বকাপের ‘জে’ গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অপরদিকে পাঁচবারের ব্রাজিল জায়গা পেয়েছে ‘সি’ গ্রুপে। যার কারণে গ্রুপ পর্ব এবং রাউন্ড অব-৩২ এ দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ২০২৬ ফিফা বিশ্বকাপে এই দুই দলের খেলা দেখা যেতে পারে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল বা ফাইনালে। অবশ্য তার জন্য গ্রুপ পর্বে দল দুইটিকে থাকতে হবে নির্দিষ্ট কিছু অবস্থানে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নকআউট পর্বে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়া যাবে না। তাহলে এবার দেখা যাক কোন সমীকরণ মিললেই কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল কিংবা ফাইনালে দেখা যাবে আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ-আর্জেন্টিনা এবং ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে ওঠে, তবে সেমিফাইনালে দেখা হবে উভয় দলের। আবার যদি দুটি দলই নিজেদের গ্রুপ থেকে রানার্স আপ অর্থাৎÑ দ্বিতীয় অবস্থানে থেকে পরবর্তী রাউন্ডে যায়, তবেও তাদের দেখা হবে সেমিফাইনালে।
আর যদি নিজেদের গ্রুপ থেকে কোনো একটা দল চ্যাম্পিয়ন হয় এবং অপর দল নিজেদের গ্রুপ থেকে রানার্স আপ হয়, তবে আর্জেন্টিনা-ব্রাজিল মহারণের দেখা মিলবে বিশ্বকাপ ফাইনালে। এই দুটো হিসাব অনেকটা সহজ কিন্তু যদি কোনো দল নিজেদের গ্রুপ থেকে তৃতীয় অবস্থান ধরে রেখে পরবর্তী রাউন্ডে যায়, তবে সে ক্ষেত্রে তাদের দেখা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল অথবা ফাইনালÑ যেকোনো রাউন্ডেই হতে পারে। তাই যদি আর্জেন্টিনা ও ব্রাজিল নিজেদের গ্রুপে প্রথম দুটি অবস্থান নির্দিষ্ট করতে না পারে, তবে কোনো রাউন্ডে তাতে দেখা হবে তা আগে থেকেই বলা অনিশ্চিত।
বিশ্বকাপে কারা কোনো গ্রুপে
গ্রুপ ‘এ’ : মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, ইউরোপিয়ান প্লে-অফ ডি জয়ী দল।
গ্রুপ ‘বি’ : কানাডা, সুইজারল্যান্ড, কাতার, ইউরোপিয়ান প্লে-অফ এ জয়ী দল।
গ্রুপ ‘সি’ : ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি।
গ্রুপ ‘ডি’ : যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল।
গ্রুপ ‘ই’ : জার্মানি, ইকুয়েডর, আইভরিকোস্ট, কুরাসাও।
গ্রুপ ‘এফ’ : নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি জয়ী দল।
গ্রুপ ‘জি’ : বেলজিয়াম, ইরান, মিসর, নিউজিল্যান্ড।
গ্রুপ ‘এইচ’ : স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে।
গ্রুপ ‘আই’ : ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ জয়ী দল।
গ্রুপ ‘জে’ : আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান।
গ্রুপ ‘কে’ : পর্তুগাল, কলোম্বিয়া, উজবেকিস্তান, ফিফা প্লে-অফ ১ জয়ী দল।
গ্রুপ ‘এল’ : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন