রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৪:১৬ এএম

মরক্কো কঠিন প্রতিপক্ষ : আনচেলত্তি

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৪:১৬ এএম

মরক্কো কঠিন প্রতিপক্ষ : আনচেলত্তি

বিশ্বকাপ ড্রয়ের পর নিজেদের গ্রুপ নিয়ে বললেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তার দল প্রথম ম্যাচেই মরক্কোর মুখোমুখি হবে। শুরুতেই কঠিন ম্যাচ হবে বলে মনে করেন আনচেলত্তি। তবে গ্রুপসেরা হতে আত্মবিশ্বাসী ব্রাজিল কোচ। আর মরক্কো কোচ ওয়ালিদ রেগরাগি বললেন, সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলা তাদের জন্য অনেক বড় সম্মানের। বিশ^কাপ ড্রয়ে ‘সি’ গ্রুপে পড়েছে ব্রাজিল। সেখানে মরক্কো ছাড়া তাদের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি। ৪৮টি দল ১২টি গ্রুপে ভাগ হয়ে লড়বে বিশ্বসেরার মঞ্চে। দল বেড়ে যাওয়ায় এবং টুর্নামেন্টের নিয়মে পরিবর্তন আসায় এবার আগের মতো কোনো গ্রুপকে ‘মৃত্যুকূপ’ বলা কঠিন। সত্যিকার অর্থে তেমন কঠিন লড়াইয়ে হয়তো পড়তে হবে না কোনো দলকে।

তবুও নিজেদের গ্রুপকে কঠিন বলছেন আনচেলত্তি। বিশ্বকাপে কেবল একবারই মরক্কোর মুখোমুখি হয়েছে ব্রাজিল। ১৯৯৮ আসরে ৩-০ গোলে জিতেছিল তারা। সব মিলিয়ে আফ্রিকার দলটির বিপক্ষে তিনবার খেলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সবশেষটি ২০২৩ সালে, যেখানে তেতো অভিজ্ঞতা হয় ব্রাজিলের, প্রীতি ম্যাচটি ২-১ গোলে হেরে যায় তারা। এবারের বিশ্বকাপের বাছাই পর্বেও বেশ ভুগেছে ব্রাজিল। শেষ পর্যন্ত মূল পর্বে জায়গা করে নিলেও এখনও সেরা ছন্দে নেই ২০০২ সালে সবশেষ বিশ্বকাপ জেতা সেলেসাওরা। বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনচেলত্তিও। ক্লাব ফুটবলের সফল এই কোচ নিজেদের লক্ষ্যের কথা বললেন। আনচেলত্তি বলেন, ‘গ্রুপে আমরা কঠিন প্রতিপক্ষ পেয়েছি। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। ড্র তো ড্রই। ড্র হয়তো আরও কিছুটা সহজ হতে পারত, তবে এটা একটু কঠিন। আমাদের লক্ষ্য পরিষ্কার, গ্রুপে প্রথম হওয়া।’ গত বিশ্বকাপে চমক দেখায় মরক্কো। আফ্রিকার প্রথম দেশ হিসেবে বৈশ্বিক আসরে সেমিফাইনালে খেলে তারা।

এই পথচলায় তারা হারায় স্পেন, পর্তুগালের মতো দলকে। এবার শুরুতেই তারা পাচ্ছে ব্রাজিলকে। রেগরাগির কোচিংয়েই গত বিশ্বকাপে একের পর এক সাফল্য পেয়েছিল মরক্কো। সব কিছু ঠিক থাকলেও বিশ্ব মঞ্চে এবারও তাদের ডাগআউটে থাকবেন রেগরাগি। গ্রুপ পর্বে ব্রাজিলের বিপক্ষে খেলতে উন্মুখ তিনি। আনচেলত্তি বলেন, ‘ব্রাজিলের বিপক্ষে খেলা সবার স্বপ্ন। এটা আমাদের জন্য সম্মানের। ব্রাজিল ফুটবলের দেশ, আর মরক্কানদের জন্য তারা একটা উদাহরণ। স্কটল্যান্ডের প্রতিও আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল। সত্যি বলতে গেলে, এটা হবে দারুণ এক লড়াই। আশা করি, সেরা দলই জিতবে।’ স্কটল্যান্ড কোচ স্টিভ ক্লার্কের ভাবনা আবার ভিন্ন।

তারা ছাড়া গ্রুপে ইউরোপের আর দল নেই। লাতিন আমেরিকার ব্রাজিল, আফ্রিকার মরক্কো এবং কনকাকাফের হাইতি। ক্লার্ক বলেন, ‘একটা বড় ব্যাপার আমার মাথায় ঘুরছে, গ্রুপে ইউরোপের (আর) কোনো দল নেই। তাই আমরা তিনটি ভিন্ন মহাদেশের তিনটি শীর্ষ পর্যায়ের দলের বিপক্ষে খেলব। বিশ্বকাপ তো এমনই। তাই আমি মনে করি, এটা ভালো একটা ড্র।’

রূপালী বাংলাদেশ

Link copied!