ফরিদপুরের সালথা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ ক্যাম্পে দরিদ্র ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। সকাল ৯টায় শুরু হয়ে এই ক্যাম্পটি বিকেল পর্যন্ত চলে। এতে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সোহরাব হুসাইন। তিনি বলেন, সমাজের মধ্যে ওই ব্যক্তিরাই উত্তম, যারা রোগীর সেবা করেন। রোগী দেখা সুন্নত। চিকিৎসাসেবা সবার নাগরিক অধিকার, আর জামায়াতে ইসলামী মানুষের এ অধিকারের জন্যই কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের নাগরিক অধিকার নিশ্চিত করতে এবং মানুষের পাশে দাঁড়াতে আগামী নির্বাচনে দাঁড়ি পাল্লা প্রতীকে ভোট দিন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন