কাশফুলের তুলতুলে বিচরণ বাতাসে
আকাশে সাদা মেঘের বিদায়ি ব্যস্ততা,
তাল পোড়া গমগমে গরম প্রাণে অস্বস্তির প্রশ্বাস।
বর্ষার ফিরে যাবার চঞ্চল চপল শব্দ।
নদীর কোমল মনে বিষণেœর চিত্র মরার ভয়ে
পাতলা পর্দা ভেদ করে উঁকি ঝুঁকি দিচ্ছে
ডুবে থাকা বিষফোড়া তলদেশ থেকে,
বাধা দিতে চলাচল সওদাগরের গল্পের নৌকা।
শরৎ পেতেছে আসন কাঁশবন দোলনায়
সারাদিন ঘুরে সারা বাংলার গ্রাম শহর পথ ঘাটে
বলে দিবে সুগন্ধি তালের রসনার পিঠার মজার কথা।
রস ঝরছে বুঝি গলার ডিঙি উপচে নাভিমূল অবধি
যাদের নেওয়া হয়নি স্বাদ নিয়ে নাও এই শরতে,
সত্য মিথ্যা বুঝে নিয়ে আপন অনুভবে।
এতকাল দর্শিলাম বিকাল হাজিনগর ব্রিজের ওপরে ,
অনেক ফলের সঙ্গে সৌরভ দিচ্ছে রসে ভরা তাল।
চলাচল পথিকের ফেরাচ্ছে দৃষ্টি মাতানো গন্ধে,
কেউ নিয়ে যায় কিনে কৌতূহল ভরে কেউ নেয় গন্ধ শুকে
সব নেয়াই সার্থক সাধ্যের অধীনে মৌসুমের সুবাস।