বিকেল ঘুমিয়ে গেলে অতিরিক্ত ভাবনা
তোমাকে পেয়ে গেল। কাছাকাছি নদী।
ডুবায় ভাসায়, সাঁতরে পাড়ে নিয়ে যায়
কথার পৃষ্ঠে কথা আপাতত ডুব দিয়ে
ভেসে উড়ে নাই। ভুলে যাচ্ছি।
বিকেল ঘুমিয়ে গেলে অতিরিক্ত ভাবনা
তোমাকে পেয়ে গেল। কাছাকাছি নদী।
ডুবায় ভাসায়, সাঁতরে পাড়ে নিয়ে যায়
কথার পৃষ্ঠে কথা আপাতত ডুব দিয়ে
ভেসে উড়ে নাই। ভুলে যাচ্ছি।