ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

সুহৃদ সমাবেশ

ওলি মুন্সী
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৭:০৯ এএম

কষ্টগুলো পুড়তে পুড়তে জ্বলে

আমি কাত হওয়া এক পথের গহীন তলে

হাত নাড়িয়ে ডাকছি যখন তাকে

রাতের আকাশ লজ্জাতে মুখ ঢেকে।

জীবন চাপায় হাড় গিয়েছে বেঁকে

কাটছে জীবন পথের ধুলো মেখে

হাসতে হাসতে ঘড়ির সময় একা

মন্দ পথে জোট বেঁধেছে আপন ভাগ্য রেখা।

মরা সাপের মতো আছি পড়ে

ঘাসের মতো শীষ নিতে চাই এক মহাকাল ধরে

স্বপ্নগুলো ফ্লাই ওভারে ঝুলে

আদিম খিদে সব গিয়েছে ভুলে।

মাঝ বয়সে পথ শিশু সাধের জীবন শেষ

কই হারাল হাজার আপন সুহৃদ সমাবেশ।