ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

অবক্ষয়

তুহীন বিশ্বাস
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৭:১০ এএম

ধীরে ধীরে গচ্ছিত সতীত্ব চুরি কিংবা হস্তান্তরিত

ক্ষুধা ও অভাবের অভিযোগে অভিযুক্ত কর্মপন্থা,

নয়তো স্বেচ্ছায় অস্তিত্ব বিসর্জনে মত্ত কিংশুক

অথবা ইহা সামাজিক অবক্ষয়ের করুণ পরিণতি।

মরিচাধরা মানবতার সব বীজ ঝরে পড়ে মাটিতে

উচ্ছ্বসিত কুকুর সর্বদা রক্ত-মাংসের নেশায় বুঁদ,

দাঁড়িয়ে থাকে ক্লান্ত সময় সূর্যালোকের অপেক্ষায়

ফুলগুলো ভুলগুলোর অনৈক্যে নেতিয়ে পড়ে।