ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

জ্ঞানের উঠানে কষ্ট শুকাই

বশির আহমেদ
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৭:১০ এএম

ভেতরে ভেতরে বিদ্রোহের মুশায়েরা। জীবনে পূর্ণতা এনে

দেয় অ্যাবসার্ডিজম!

আমি বিদ্রোহের মাঠে পুষ্প কুড়াই,

হতাশার পথে বিন্যস্ত করি বিদ্রোহের রণকৌশল।

আমি দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করি,

বুকশেল্ফে সাজিয়ে রাখি মহাবিশ্ব,

আমি দৃঢ় প্রতিজ্ঞ।

আমার শিথানে জ্ঞানের বালিশ, আমি জ্ঞান খাই,

জ্ঞানের উঠানে কষ্ট শুকাই!