ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

মানবতা

গিয়াস উদ্দিন ইমন
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৭:১১ এএম

স্বার্থের টানে যদি মানবতা বিসর্জন দিতে হয়,

কেন তবে এ পৃথিবীতে আসা,

স্বার্থের টানে যদি ফিরে যেতে হয়

কেন তবে মিছে ভালোবাসা?

মায়াময় পৃথিবীতে কেন তবে জন্ম নেওয়া,

নিষ্ঠুর পৃথিবীতে কেন তবে;

বার বার ফিরে আসা;

যত দূরে যাই না কেন,

থাকব তোমাদের হৃদয়ে,

মায়াময় পৃথিবীতে কখনো যেন;

না লেখা হয় আমার জীবনী,

বিদায় কথাটা কষ্টের হলেও মেনে নিতে হয়,

ভুলেও যেওনা কখনো তোমাদের মাঝে ছিলাম;

জীবনের স্বরলিপি লিখলাম যত;

সব তো গান বা কবিতা হলো না।

জীবনটা যেন আসা আর যাওয়া,

ক্ষণে সুখ আর ক্ষণে দুঃখ পাওয়া ॥