অদৃশ্যের আহ্বানে
মোশাররফ হোসেন
 
বহুকাল জেগে জেগে অতঃপর আমি হাঁটি গভীর অন্ধকারে,
কি আশ্চর্য- অন্ধকারেও স্পষ্ট দেখতে পাই।
চারপাশে নীরবতা, কোনো পথের চিহ্ন নেই,
ধীরে ধীরে অন্ধকার আরও গভীর হয়ে ওঠে।
একটি সরু ও দীর্ঘ নদী পেরিয়ে আমি হাঁটি লোকালয়ের পথে,
অচেনা স্রোতের শব্দে হৃদয় কম্পিত, তবুও হাঁটি,
অদ্ভুত টানে, অজানা আশায়।
কেউ আমাকে ডাকে,
তার ডাকে সাড়া দিয়ে আমি ছুটে চলি।
হাঁটতে হাঁটতে ভোর হয়, রবি ওঠে,
আমি আর দেখতে পাই না
না অন্ধকারে, না আলোতে।

 
                            -20250905014733.webp) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন