বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ১১:৪৮ পিএম

দুই দিনের রিমান্ডে আবুল বারকাত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ১১:৪৮ পিএম

দুই দিনের রিমান্ডে আবুল বারকাত

জনতা ব্যাংকে নিজের মেয়াদকালে ‘সর্বোচ্চ মুনাফা’ হয়েছে বলে আদালতের কাছে দাবি করেছেন ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাত। গতকাল বুধবারের শুনানিতে তিনি বলেছেন, ‘আমার সময় জনতা ব্যাংকের সর্বোচ্চ প্রফিট (মুনাফা) হয়েছে; সর্বোচ্চ গ্রোথ হয়েছে। আর বলা হচ্ছে, আমি নাকি জনতা ব্যাংক ডুবিয়েছি।

ঋণ জালিয়াতির মামলায় এদিন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইনের আদালতে রিমান্ড শুনানি হয় এ অর্থনীতিবিদের। পরে আবুল বারকাতের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।’

গত ১০ জুলাই রাতে ধানমন্ডির বাসা থেকে অধ্যাপক আবুল বারকাতকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরের দিন তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মম শাহজাহান মিরাজ। তবে মামলায় জামিন বা রিমান্ড শুনানির এখতিয়ার সিএমএম আদালতের না থাকায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মো. জুয়েল রানা।

পরে দুদকের পক্ষ থেকে মামলা শুনানির জন্য মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে নেওয়া হয়। গতকাল তাকে মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে হাজির করা হয় রিমান্ড ও জামিন শুনানির জন্য। তবে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব রিমান্ড শুনানি গ্রহণ করেননি। তিনি জামিন শুনানি গ্রহণ করেন। পরে আদালত জামিন আবেদন নাকচ করেন। আর রিমান্ড আবেদনের শুনানির জন্য মামলাটি সিএমএম আদালতে পাঠান।
পরে বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে তাকে সিএমএম আদালতে তোলা হয়। কাঠগড়ায় তোলা হলে আগে থেকে আদালতে বসে থাকা দুই মেয়ে বাবার কাছে যান। তখন এজলাসে বিচারক ছিলেন না। এ সময় বড় মেয়ের কোলে থাকা নাতিকে কোলে নেন বারকাত। বড় মেয়ের সঙ্গে কথা বলা শেষে ছোট মেয়েকে কাছে ডাকেন এ অর্থনীতিবিদ। পরে ৩টা ৪২ মিনিটে ছোট মেয়ের মাথা নিজের বুকে টেনে নেন।

বিকেল ৩টা ৪৮ মিনিটে বিচারক এজলাসে এলে রিমান্ড শুনানি শুরু হয়। দুদকের পক্ষে প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।

পরে আদালত বলেন, ‘বিপুল পরিমাণ ঋণ জালিয়াতির ঘটনা। যে প্রপার্টির জন্য ঋণ দেওয়া হয়েছে তা খুব কম। এমন ঘটনা নজিরবিহীন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে তার অ্যাকশন নেওয়া দরকার ছিল। কিন্তু তিনি তা করেননি। তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হলো, যা পাঁচ কার্যদিবসের মধ্যে শেষ করতে হবে।’

জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে গত ২০ ফেব্রুয়ারি এ মামলা হয়। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!