রাজধানী ঢাকার গেন্ডারিয়া এলাকার দয়াগঞ্জে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নাম আরিফুল ইসলাম বাবু (৩৫)। গতকাল রোববার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহত যুবকের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, দয়াগঞ্জ রেললাইন এলাকায় কয়েকজন দুর্বৃত্ত আরিফুলকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সেখানকার একটি হাসপাতালে নেন। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরিফুলের স্ত্রীর আত্মীয় নাজমা বেগম বলেন, ভোরে আরিফুল সিগারেট কিনতে দোকানে যান। তখন রবিন, শাহীন, মাসুদ, কাদেরসহ চার-পাঁচজন মিলে তাকে কুপিয়ে আহত করে। আরিফুল মাথায় ও দুই হাতে আঘাত পান। আরিফুলের মুঠোফোন নিয়ে যায় তারা।
গেন্ডারিয়া থানার উপপরিদর্শক আমির হোসেন বলেন, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকা- ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকা-ের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
আরিফুল শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বালুরচর গ্রামের বাসিন্দা। বাবার নাম সেকেন্দার আলী। বর্তমানে আরিফুল স্ত্রী ও পরিবারের সঙ্গে গেন্ডারিয়ার মীর হাজীরবাগ দয়াগঞ্জ গ্যাস পাম্পসংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি সিএনজিচালিত অটোরিকশার মালিক ছিলেন।