করোনা মহামারির পর একসঙ্গে জুটি বেঁধে ‘সোলমেট’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেন লাক্স তারকা বিপাশা কবির ও সাঞ্জু জন। বাপ্পি খান পরিচালতি রোমান্টিক থ্রিলারধর্মী এই ওয়েব সিরিজটির নির্মাণকাজ শেষ হয়েছে অনেক আগেই। ওয়েব সিরিজ হিসেবে এর নির্মাণকাজ শুরু হলেও পরবর্তীতে জানানো হয় এটি সিনেমা হিসেবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বেশ কয়েক বছর ধরে অজানা কারণে থমকে আছে এর মুক্তি। অবশেষে নায়ক ও পরিচালক রূপালী বাংলাদেশকে জানিয়েছেন চলতি বছরই ‘সোলমেট’ মুক্তি পাবে।
এ নিয়ে চিত্রনায়ক সাঞ্জু জন বলেন, ‘আমার অনেক প্রতীক্ষিত একটা সিনেমা ‘সোলমেট’। পোষ্ট প্রডাকশনের কাজ অনেকাংশে শেষের দিকে, ইনশাআল্লাহ এই বছরের শেষের দিকে সিনেমা হলে মুক্তি পাবে।’
এদিকে, জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী ‘সখা: সোলমেট’ নামে একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, এটি তার স্বপ্নের প্রজেক্ট।
একই নামে দুটি সিনেমার প্রসঙ্গ দেখে অনেক নেটিজেন দ্বিধায় পড়েছেন। তাই বিষয়টি নিয়ে চয়নিকা চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো সোলমেট নামে আর কোন সিনেমা হচ্ছে সেটা জানতাম না। তাছাড়া আমি আমার সিনেমা ঘোষণা দিয়েছিলাম ২০২২ সালে। সিনেমার নাম এফডিসিতে নিবদ্ধন করা সেই ২০২২ সালেই।’
এ নিয়ে সাঞ্জু জনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানতাম না যে চয়নিকা দিদি এই নামে একটি সিনেমা করছেন। তার সঙ্গে আমি ফেসবুকেও যুক্ত নই। কিন্তু তার স্ট্যাটাসটি আমাকে আরেকজন পাঠানোর পর আমাদের পোস্টারটি শেয়ার করি। কারণ আমাদের সিনেমার নাম ২০২১ সালে এফডিসিতে নিবন্ধন করা। করোনার পরপরই আমরা এই সিনেমার শুটিং করেছি। সব কাজ শেষের দিকে, এখন শুধু মুক্তির অপেক্ষা।’
বিষয়টি দৃষ্টি এড়ায়নি এর নির্মাতা বাপ্পি খানেরও। তিনি বলেন, ‘২০২০ সালে আমি আমার প্রথম সিনেমা ‘সোলমেট’-এর কাজ শুরু করি। করোনা মহামারি এবং নানা বাস্তব জটিলতায় সিনেমা নির্মাণে কিছুটা সময় লেগেছে, তবে বর্তমানে সিনেমাটি পোস্ট-প্রডাকশনের গুরুত্বপূর্ণ ধাপে রয়েছে। এই সিনেমাটি নিয়ে দীর্ঘ সময় ধরে আমি কাজ করে আসছি এবং আমাদের চলচ্চিত্র অঙ্গনের অনেকেই এ সম্পর্কে অবগত। সম্প্রতি জানতে পারলাম, আমাদের এক সহকর্মী একই নামে অর্থাৎ ‘সোলমেট’ শিরোনামে আরেকটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। এই পরিস্থিতিতে আমি বিনীতভাবে অনুরোধ জানাতে চাই, আমার চলচ্চিত্রের নামটি (সোলমেট) ব্যবহারে বিরত থাকার জন্য। কারণ এটি আমার প্রথম চলচ্চিত্র, যার সাথে আমার দীর্ঘ পরিশ্রম, আবেগ ও স্বপ্ন জড়িত। আশা করি, আমাদের পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য বজায় রেখে আপনারা বিষয়টি বিবেচনায় নেবেন।’
সিনেমাটি নিয়ে অভিনেত্রী বিপাশা কবির বলেন, ‘এর গল্প ও স্ক্রিপ্ট অত্যন্ত স্ট্রং। যেটা পড়ার পর আমি একবাক্যে কাজটা করতে রাজি হয়েছিলাম। শুধু আমার চরিত্রটিই নয়, স্ক্রিপ্টে প্রত্যেকটি চরিত্রকে গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়েছে। প্রতি সিকোয়েন্সে সিকোয়েন্সে সাসপেন্স। কাজটি নিয়ে আমরা আশাবাদী।’
এই সিনেমায় আরও অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত তারকা তাসকিন আহমেদ। তিনি বলেন, ‘বেশ ভিন্ন ধর্মী একটি গল্পে কাজ করছি। জন ও বিপাশার সঙ্গে এটি আমার প্রথম কাজ। তারা দুজনই বেশ আন্তরিক ও কাজের প্রতি দায়িত্ববান। আশা করি, দর্শক সিনেমাটি পছন্দ করবেন।’
পরিচালক বাপ্পি খানের গল্প ভাবনায় এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনামিকা ম-ল।
আপনার মতামত লিখুন :