মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ১২:৪২ এএম

অ্যাম্বুলেন্সের ভাড়া নির্দিষ্ট করে দিলেন চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ১২:৪২ এএম

অ্যাম্বুলেন্সের ভাড়া নির্দিষ্ট করে দিলেন চসিক মেয়র

চট্টগ্রামে কোনোভাবেই থামানো যাচ্ছে না রোগী কিংবা মরদেহবাহী অ্যাম্বুলেন্সের ভাড়ার দৌরাত্ম্য। নিয়মনীতির তোয়াক্কা না করে যে যার মতো হাঁকাচ্ছেন ভাড়া।  এতে চরম ভোগান্তিতে পড়ছেন রোগী ও মৃতের স্বজনরা। একই গন্তব্যে কেউ ৫ হাজার ভাড়া হাঁকালে অন্য চালক ভাড়া চান চার কিংবা সাড়ে তিন হাজার। চলতি বছরের ২৯ মে ‘চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়ার নৈরাজ্য’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে রূপালী বাংলাদেশ। প্রতিবেদনের পর নড়েচড়ে বসে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষসহ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। 


ভাড়া নির্ধাণের জন্য প্রশাসনসহ স্টেকহোল্ডারদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। সভায় সভাপতিত্ব করেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন। গত ১৬ জুন অনুষ্ঠিত সভায় রোগী ও লাশ পরিবহনে বেসরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া পুনর্নির্ধারণ করে চসিক। যা গত জুলাই মাস থেকে কার্যকর হয়।
চমেকের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম মহানগর এলাকায় অ্যাম্বুলেন্সের নির্ধারিত ভাড়া নন-এসি অ্যাম্বুলেন্স (ছোট ও বড়) ৫ কিলোমটার (আসা-যাওয়া) ৮৮০ টাকা, এসি ও ফ্রিজার ভ্যান ৯৯০ টাকা, নন-এসি অ্যাম্বুলেন্স (ছোট ও বড়) ১০ কিলোমটার পর্যন্ত আসা-যাওয়া ১ হাজার ৩২০ টাকা, এসি ও ফ্রিজার ভ্যান ১ হাজার ৪৩০ টাকা, নন-এসি অ্যাম্বুলেন্স (ছোট ও বড়) ১৫ কিলোমটার পর্যন্ত আসা-যাওয়া ১ হাজার ৯৮০ টাকা, এসি ও ফ্রিজার ভ্যান ২ হাজার ৯০ টাকা, চমেক থেকে বিমানবন্দর বা ৪৫ কিলোমিটার পর্যন্ত  নন-এসি অ্যাম্বুলেন্স (ছোট ও বড়) ২ হাজার ৪২০ টাকা, এসি ও ফ্রিজার ভ্যান ২ হাজার ৭৫০ টাকা।  


চন্দনাইশ উপজেলায় ছোট নন-এসি অ্যাম্বুলেন্স (৮২ কিমি) ২ হাজার ৯১২ টাকা, বড় নন-এসি অ্যাম্বুলেন্স ৩ হাজার ১৮৩ টাকা, এসি ও ফ্রিজার ভ্যান ৩ হাজার ৩৮৩ টাকা। পটিয়া উপজেলায় ছোট নন-এসি অ্যাম্বুলেন্স (৫০ কিমি) ২ হাজার ৪২০ টাকা, বড় নন-এসি অ্যাম্বুলেন্স ২ হাজার ৫৮৫ টাকা, এসি ও ফ্রিজার ভ্যান ২ হাজার ৬৯৫ টাকা। ফটিকছড়ি উপজেলায় ছোট নন-এসি অ্যাম্বুলেন্স (৬৮ কিমি) ২ হাজার ৬৯৭ টাকা, বড় নন-এসি অ্যাম্বুলেন্স ২ হাজার ৯২১ টাকা, এসি ও ফ্রিজার ভ্যান ৩ হাজার ৭১ টাকা। 


বাঁশখালী উপজেলায় ছোট নন-এসি অ্যাম্বুলেন্স (৯০ কিমি) ৩ হাজার ৩৬ টাকা, বড় নন-এসি অ্যাম্বুলেন্স ৩ হাজার ৩৩৩ টাকা, এসি ও ফ্রিজার ভ্যান ৩ হাজার ৫২১ টাকা। বোয়ালখালী উপজেলায় ছোট নন-এসি অ্যাম্বুলেন্স (২৪ কিমি) ২ হাজার ১১৯ টাকা, বড় নন-এসি অ্যাম্বুলেন্স ২ হাজার ৯৮ টাকা, এসি ও ফ্রিজার ভ্যান ২ হাজার ১৫১ টাকা। আনোয়ারা উপজেলায় ছোট নন-এসি অ্যাম্বুলেন্স (৪০ কিমি) ২ হাজার ২৬৬ টাকা, বড় নন-এসি অ্যাম্বুলেন্স ২ হাজার ৩৯৮ টাকা, এসি ও ফ্রিজার ভ্যান ২ হাজার ৪৮৬ টাকা। রাউজান উপজেলায় ছোট নন-এসি অ্যাম্বুলেন্স (৬৪ কিমি) ২ হাজার ৬৩৫ টাকা, বড় নন-এসি অ্যাম্বুলেন্স ২ হাজার ৮৪৬ টাকা, এসি ও ফ্রিজার ভ্যান ২ হাজার ৯৮৭ টাকা। 


রাঙ্গুনীয়া উপজেলায় ছোট নন-এসি অ্যাম্বুলেন্স (৬০ কিমি) ২ হাজার ৫৭৪ টাকা, বড় নন-এসি অ্যাম্বুলেন্স ২ হাজার ৭৭২ টাকা, এসি ও ফ্রিজার ভ্যান ২ হাজার ৯০৪ টাকা। লোহাগাড়া উপজেলায় ছোট নন-এসি অ্যাম্বুলেন্স (১৩৪ কিমি) ৩ হাজার ৭১৩ টাকা, বড় নন-এসি অ্যাম্বুলেন্স ৪ হাজার ১৫৫ টাকা, এসি ও ফ্রিজার ভ্যান ৪ হাজার ৪৫০ টাকা। সাতকানিয়া উপজেলায় ছোট নন-এসি অ্যাম্বুলেন্স (১১৬ কিমি) ৩ হাজার ৪৩৬ টাকা, বড় নন-এসি অ্যাম্বুলেন্স ৩ হাজার ৮১৯ টাকা, এসি ও ফ্রিজার ভ্যান ৪ হাজার ৭৪ টাকা। 


সীতাকু- উপজেলায় ছোট নন-এসি অ্যাম্বুলেন্স (৮৬ কিমি) ২ হাজার ৯৭৪ টাকা, বড় নন-এসি অ্যাম্বুলেন্স ৩ হাজার ২৫৮ টাকা, এসি ও ফ্রিজার ভ্যান ৩ হাজার ৪৪৭ টাকা। হাটহাজারী উপজেলায় ছোট নন-এসি অ্যাম্বুলেন্স (৩৬ কিমি) ২ হাজার ২০৪ টাকা, বড় নন-এসি অ্যাম্বুলেন্স ২ হাজার ৩২৩ টাকা, এসি ও ফ্রিজার ভ্যান ২ হাজার ৪০২ টাকা। 


সমুদ্রের জন্য সন্দ্বীপ উপজেলায় যেতে নির্দিষ্ট কোনো ভাড়া রাখা হয়নি। তবে চট্টগ্রাম থেকে যেকোনো বিভাগ, জেলা ও উপজেলায় দূরত্ব অনুসারে একই হারে ভাড়া নির্ধারণের কথা উল্লেখ করা হয়েছে। 
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন। তিনি বলেন, রূপালী বাংলাদেশে রিপোর্ট হওয়ার পর এই বিষয়টি নিয়ে আমরা একটি সভা করেছি। যেখানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রসহ বিআরটিএ, জেলা প্রশাসন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, পোস্ট গ্র্যাজুয়েশন ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন, ডিসি ট্রাফিক (নর্থ), ছাত্র প্রতিনিধি, অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, আঞ্জুমান মুফিদুল ইসলামের  প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 


তসলিম উদ্দীন আরও বলেন, আমরা সবার সাথে আলোচনা করে বাস্তবসম্মত একটা ভাড়ানীতি নির্ধারণ করে দিয়েছি। এখন থেকে নির্ধারিত ভাড়ায়ই রোগী ও মরদেহ পরিবহন করা হবে। 
চমেক সূত্রে জানা গেছে, রোগী ও লাশ পরিবহন নীতিমালা ২০১৮-এর তালিকায় বর্ণিত বেসরকারি অ্যাম্বুলেন্সের বিদ্যমান ভাড়া পুনর্মূল্যায়নপূর্বক শতকরা ১০ ভাগ বৃদ্ধি করা হয়। 

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!